Topic: হারি্যে যাবো

চ্যালেঞ্জার সিদ্দীক

যখন আমি হারিয়ে যাবো
দূর দরিয়ায়, নীল নীলিমায়
তখন তুমি বুঝবে
আমায় ওগো খুজবে।

থাকবে যখন তুমি একা
পাবে নাতো আমার দেখা,
ভাসবে তখন তোমার চোখ
মর্তের সব যত শোক,
তখন আমার স্মৃতি গুলি
এমনি ভাবেই আসবে ফিরে
তোমার ঐ দুটি তীরে
তখন আমি বহু দূরে
দূর দরিয়ায়, নীল নীলিমায়।

আবার যখন রাত্রি কেটে
আসবে সকাল, উঠবে বেলা
শুরু হবে পথ চলা
তখন আমি সূর্য বেলা
করবো শুরু কথা বলা
হইতো তুমি শুনবে
চলে যেতে কইবে।

সূর্যি মামা আবার যখন
মাথার উপর আসবে ফিরে
অমন সময় আমি তখন
কিরন হয়ে রোদ্র চিরে
ফিরবো তোমার দুটি তীরে।

এমনি করেই সন্ধা নেমে
আসবে রাত আসবে নীশি
তখন তোমায় যাবো চুমে
যোছনা হয়ে ঐ শশী।

আবার যখন ডাকবে পাখি
ঐ আঙ্গিনায় তরু পরে,
তখন তোমার দুটি আখি
চেয়ে রবে ঐ সুদূরে।
তখন আমি করবো খেলা
সুদূরের ঐ দূর গগনে,
ভাসিয়ে তরি, ভাসিয়ে ভেলা
নির্জন গাঙ্গে আপন মনে।

এমনি করে হাটবে যখন
নদী তীরে নইতো বিলে,
দেখতে তুমি পাবে তখন
আমার ছবি নিজেল জলে।

আবার যখন প্লাবন উঠে
দিক বিদিকে যাবে ছুটে,
তখন আমি বানের পানি
গাইবো আমার গান খানি,
যা রচেছি তোমার তরে
জীবন ভরে জীবন ভরে।

আবার যখন ভাটির টানে
ফিরবে বারি আপন নীড়ে,
তখন তুমি করবে মনে
আমার স্মৃতি কাজের ভীড়ে।

শীতের সকাল এমনি করে
আসবে যখন এই ভুবনে,
গাছের পাতা পড়বে ঝরে
পড়বে আমায় তোমার মনে।

যখন শীতের প্রবল হাওয়া
এই ভূবনে করবে ধাওয়া,
ভেঙ্গে যাবে সকল চাওয়া
তোমায় আমার কাছে পাওয়া।

এমনি করেই দূর আকাশে
উঠবে চাঁদ জ্বলবে তারা,
তখন আমি ঐ বাতাশে
করবো খেলা পাগল পারা।

এমনি করে উলকা যখন
ছুটতে গিয়ে পড়বে ধসে,
তোমার মনে আমি তখন
হঠাৎ করে পড়বো এসে।

এমনি করে পাখিরা যখন
ফিরবে নীড়ে সাঝের বেলা,
আমায় মনে পড়বে তখন
একাকি তোমার কাটবে বেলা।

মরারা সব এমনি যখন
যাবে চলে গৌরস্থানে, শ্মশানঘাটে,
আমার ছবি ভাসবে তখন
তোমার ঐ অক্ষি পটে।

এমনি করে দেখবে যখন
নব বধুর মুখো খানি,
আমায় মনে পড়বে তখন
আমি জানি আমি জানি।

আমার যখন আসবে ফাগুণ
তোমার মনে জ্বলবে আগুণ,
সিই আগুণে পুড়বে তুমি
দেখবো চেয়ে শুধুই আমি।

এমনি করেই তুমি যখন
হাঁসতে যাবে আপন মনে,
আমায় মনে পড়বে তখন
হঠাৎ কোন ডাক শুনে।

শুখের আসায় যখন তুমি
যাবে চলে আমায় ফেলে,
জানবো গো তখন আমি
যাওনি তুমি আমায় ভূলে।

এমনি করেই কাটবে দিন
কাটবে বেলা জীবন খেলা
ভেসে যাবে সকল বেলা
তখন আমি হারিয়ে গেছি
দূর দরিয়ায় নীল নীলিমায়
তখন তুমি বুঝবে
আমায় ওগো খুজবে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: হারি্যে যাবো

খাইছেরে কি বিশাল কবিতা? nail biting

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: হারি্যে যাবো

rock on!   rock on!   দারুন কবিতা! সারা জীবনের সার সংক্ষেপ! রেপু।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: হারি্যে যাবো

দারুন ++++++



Re: হারি্যে যাবো

দারুণ হয়েছে...!