Topic: ফোরামে বাংলা নাম্বার এড করলে কেমন হয় ?

আমি এখন একটা এক্সটেন্সণ নিয়ে কথা বলবো
এডমিন ভাইকে অনুরোধ করবো আপনিও যেন এইটা ব্যাবহার করেন
এই এক্সটেন্সণ ফোরামের ইংলিশ নাম্বার গুলা বাংলা করে ফেলে
এই এক্সটেন্সণ  বানিয়েছেন হাঙ্গারি কোডার ভাই
দেখুন আমার ফোরামের প্রফাইলে ( পোস্ট করেছেন: ১২)
http://s3.postimage.org/lnBn9.jpg

আর আপনার ফোরামে আমার প্রফাইলে (পোস্ট করেছেন: 4)
http://s4.postimage.org/7cosS.jpg

আমার নাম্বার গুলা বাংলাতে আপনার নাম্বার গুলা ইংলিশে

এভাবে আপনার ফোরামের প্রথম পাতায় দেখুন ইংলিশে আসছে নাম্বার গুলা

http://s1.postimage.org/Ca4r9.jpg

এখন আমার ফোরামের প্রথম পাতা দেখুন বাংলাতে
http://s1.postimage.org/CabVA.jpg

এই এক্সটেন্সণ টি এখান থেকে ডাউনলোড করে নিন  এবং ডাউনলোড পেজে একটি ধন্যবাদ জানিয়ে আসুন ...  :veryhappy:

আশা করি ডাউনলোড করার পরে কি ভাবে এটা ব্যবহার করতে হবে জানেন
তাই মাস্টার সাজতে গেলাম না  :jaw-dropping:



Re: ফোরামে বাংলা নাম্বার এড করলে কেমন হয় ?

হাঙ্গরী কোডার ভাই, আমার বড় ভাই এর মত, তিনি যখন নাখালপাড়া তে থাকতেন, তিনি আমি তখন ল্যান করে গেম্স খেলতাম। তিনি ল্যান এর তার নিয়ে গিয়েছিলেন তার এক প্রোজেক্ট এর কাজে। সামিউল ভাই বহুত চেষ্টা করেছেন, বাংলা করতে, আমিও এক্সটেন্শন টি দেখেছিলাম কিন্তু ইন্সটল করার সময় পাই নাই। অনেক ধন্যবাদ।  :thumbsup:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।