Topic: আমার গুগল এডসেন্স এপ্রুভড!
সবাই মনে হয় বেশ কিছুদিন আগে Saifiction! নামে একটি ইংলিশ ব্লগিং সাইট তৈরী করেছিলাম। মাঝখানে ডিজাইনিং এ কাজ করেছি। তারপর মোটামুিট 10/12টা কন্টেন্ট এড করার পর এডসেন্সে এপ্লাই করেছিলাম (ডোমেইন কেনার দেড় মাস পর)
গুড নিউজ!
এডসেন্স এপ্রুভ্ড!
কিন্তু এরপরের কাজটা আরো বেশী কঠিন। Adsense Strategy, Placing, Size, Color এবং আরো কোয়ালিটি সমৃদ্ধ কন্টেন্ট লেখার ভার আমার কাঁধে এসে পড়েছে।
আমি বলছি না সবাইকে এডে ক্লিক করতে। তবে যদি আমার সাইটে আসেন তাহলে ১টা/২টা ক্লিক করে তারপরই যান।
আমারো কিছু টু পাইস ইনকাম হয়ে যাবে।
{তবে এটারে আমি নিরুৎসাহিত করি। আমার ইচ্ছা কোয়ালিটি সমৃদ্ধ কন্টেন্টে দর্শক আপনাতেই ব্লগে আসবে ...কমেন্ট করবে এবং এডেও ক্লিক করবে। সেজন্য কমপক্ষে 2/3 মাস টাইম লাগবে আমার।
আর এডগুলোও খুব ভালমত প্লেস করতে পারি না...
আসলে পড়ালেখার চাপ বেড়ে গেছে! }