Topic: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

সবাই মনে হয় বেশ কিছুদিন আগে Saifiction! নামে একটি ইংলিশ ব্লগিং সাইট তৈরী করেছিলাম। মাঝখানে ডিজাইনিং এ কাজ করেছি। তারপর মোটামুিট 10/12টা কন্টেন্ট এড করার পর এডসেন্সে এপ্লাই করেছিলাম (ডোমেইন কেনার দেড় মাস পর)

গুড নিউজ!
এডসেন্স এপ্রুভ্ড!

কিন্তু এরপরের কাজটা আরো বেশী কঠিন। Adsense Strategy, Placing, Size, Color এবং আরো কোয়ালিটি সমৃদ্ধ কন্টেন্ট লেখার ভার আমার কাঁধে এসে পড়েছে।

আমি বলছি না সবাইকে এডে ক্লিক করতে। তবে যদি আমার সাইটে আসেন তাহলে ১টা/২টা ক্লিক করে তারপরই যান।
আমারো কিছু টু পাইস ইনকাম হয়ে যাবে।  big grin
{তবে এটারে আমি নিরুৎসাহিত করি। আমার ইচ্ছা কোয়ালিটি সমৃদ্ধ কন্টেন্টে দর্শক আপনাতেই ব্লগে আসবে ...কমেন্ট করবে এবং এডেও ক্লিক করবে। সেজন্য কমপক্ষে 2/3 মাস টাইম লাগবে আমার।

আর এডগুলোও খুব ভালমত প্লেস করতে পারি না...
আসলে পড়ালেখার চাপ বেড়ে গেছে!  crying  }

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

গ্রেট বেপার  thumbs up

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

তোমার সাইটটা ভালোই লাগে।আচ্ছা গুগল এডসেন্সর উপর একটা পোস্ট দিয়োতো,বিস্তারিত লিখে,অনেকেরই কাজে দিবে।  happy

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

উপল BD wrote:

তোমার সাইটটা ভালোই লাগে।আচ্ছা গুগল এডসেন্সর উপর একটা পোস্ট দিয়োতো,বিস্তারিত লিখে,অনেকেরই কাজে দিবে।  happy

সবই দিব। কিন্তু সমস্যা হল নিজে সফল না হলে মানুষ বেইল দিবে না...তাই টিউটোগুলো লিখব যখন নিজেকে একজন সফল এডসেন্স পাবলিশার হিসেবে পরিচয় দিতে পারব। happy

আর হ্যা...ইচ্ছা করলে আমার সাইটেও লেখালেখি করতে পারবেন। happy
রেজিস্টার করলেই হবে। happy

আর রিসার্চ করে জানতে পেরেছি গুগল এডসেন্সের অন্যতম হিট টপিক হল মেডিকেল & হেল্থ। এসব সম্পর্কে তো আপনারাই ভাল জানেন। তাই ইংলিশে কিছু লিখতে চাইলে ব্লগে লেখার আহ্বান থাকল।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

সাইফ দি বস ৭ wrote:

তাই ইংলিশে কিছু লিখতে চাইলে ব্লগে লেখার আহ্বান থাকল।

দারুন,লেখা শুরু করবো।তুমি আপাতত একটা ছোটো-খাটো টিউটো দাও।  happy

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

উপল BD wrote:

তুমি আপাতত একটা ছোটো-খাটো টিউটো দাও। 

কিসের উপর? এডসেন্স নাকি how to write a post in wordpress blog?

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

সাইফ দি বস ৭ wrote:

কিসের উপর? এডসেন্স নাকি how to write a post in wordpress blog?

এডসেন্স এর এর বিষয়+কিভাবে আপ্লাই করতে হয় সহ পুরো বিষয়।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আমার গুগল এডসেন্স এপ্রুভড!

উপল BD wrote:

এডসেন্স এর এর বিষয়+কিভাবে আপ্লাই করতে হয় সহ পুরো বিষয়।

ওকে। পাবেন।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif