Topic: Linux e gp modem ki supported??

Ami linux use korte agrohi. Kintu gp modem use kori. According to gpcenter and 121 gp moden naki linux e support kore na. Tai eta ki sotti na modem use korar upai ache? Want an answer. Quickly.



Re: Linux e gp modem ki supported??

যতদুর জানি! জিপি এর মোডেম সাপোর্ট করে! আপনি live এ একবার ট্রাই করে দেখেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: Linux e gp modem ki supported??

লিনাক্সে জিপি  মডেম সাপোর্ট করে। ঝিপির আবালদের কথা আর বলবেন না। ১২১ এর আবালদের সাথে আমার অনেক কথা হয়েছে, "উইন্ডোজ" "এক্সপি" "৯৮" এই তিনটা শব্দের অর্থ বা সম্পর্কই জানে না ব্যাটারা। আর তো লিনাক্স।

Both Gp's New and Old modem support linux. Even the mobidata modem also supports linux.



Re: Linux e gp modem ki supported??

আপনি linux ইউজ করতে চান ধন্যবাদ, কিন্তু জিপির কেন citycell এর customar পর্যন্ত জানেনা Linux কী !!! ~X  ~X

গুগল, বাংলালিয়ন লিনাক্স এর উপর চলে । আর জিপির মোডেম বলেন আর citycell মোডেম বলেন সবই চাইনিজ মাল । সেটা যখন windows xp ও 7 এ চলছে তখন লিনাক্স কী সমস্সা করল। আমরা এক্সপি ইউজ করতে করতে অভ্ভ্যাস বানিয়ে ফেলেছি । লিনাক্স ইউজ না করলে কেমনে বুঝবেন এটা মিষ্টি কিনা ???  I don't know  I don't know

আপনি তো মোবাইল থেকে ইংরেজি তে পোস্ট করেছেন । আপনি ইচ্ছে করলে মোবাইল থেকে বাংলায় পোস্ট করতে পারেন সেটা কী জানেন ? এটা কোনও কঠিন নয় । এই বেপার আগে আমার কাছে কঠিন ছিল , এখন সোজা তেমনি আপনার কাছেও।  (y)  (y)  (y)

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: Linux e gp modem ki supported??

আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন,আপনি আপনার সিডি থেকে live linux চালিয়ে টেস্ট করেন নেন,আর কোন সমস্যা হলে আমরা তো আছিই । big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg