Topic: আপনার কিবোর্ডকে কথা বলবে

http://s2.postimage.org/bjrj0o2s/Talking_Keys.jpg

টকিং কি নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনার কিবোর্ডকে কথা বলাতে পারেন। ৬৯২ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে চালু করলে নিচে ডানে টাস্কবারে talking key নামে একটি আইকন আসবে।ঐ আইকনে ক্লীক করে talking key preference অপশনে যান এবং voice নির্বাচিত করে maximize দিন।এখন কিবোর্ড থেকে যেকোন একটি অক্ষর চাপলেই কম্পিউটার তা উচ্চারন করে শোনাবে। 

আপনার keyboard কে দিয়ে কথা বলাতে পারেন এই সফটওয়্যারটি দিয়ে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আপনার কিবোর্ডকে কথা বলবে

আমার আগের পিসিতে ছিলো,বাড়ির পিচ্চি পোলাপানদের ভাত খাওয়ানোর সময় দারুন কাজে দিতো।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg