Topic: দ্রুত কম্পিউটার লক করা
কম্পিউটারে কাজ করা অবস্থায় দীর্ঘ সময়ের জন্য কোথাও গেলে কম্পিউটার বন্ধ করা উচিত। যদি স্বল্প সময়ের জন্য কোনো কাজে যান, তবে কম্পিউটার লক করে যাওয়া শ্রেয়। এতে কম্পিউটারে যে কাজ করছিলেন তা চালু অবস্থায় থাকবে। কম্পিউটার লক করতে কীবোর্ডের windows কী ধরে L চাপুন। কম্পিউটার আবার চালু করতে কীবোর্ডের ctrl, alt এবং delete একসঙ্গে চাপুন। এরপর user name এবং password দিয়ে দিলে কম্পিউটার আগের অবস্থায় চলে আসবে।
Medical Guideline Books