Topic: একটু হাসুন

আনডু করার উপায়:

প্রোগ্রামার বলছে স্ত্রীকে অসহায় সুরে: কী! তুমি প্রেগন্যান্ট? আনডু করার উপায় নেই?


হিক্কা ওঠা বন্ধ

এক লোক অনেক রাতে ফার্মিসিতে গিয়ে দোকানির কাছে জানতে চাইল প্রচন্ড হিক্কার জন্য কিছু আছে কি না। দোকানি ভাবল হঠাৎ চমকে দিতে পারলে তার হিক্কা ওঠা বন্ধ হবে। সে এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় কষিয়ে দিল লোকটির গালে। লোকটি অবাক হয়ে জানতে চাইল এটা কেন করলে ?
দেখ, তোমার আর হিক্কা উঠছে না!- দোকানি হেসে জানাল।
‘তা উঠছে না, কিন্তু গাড়িতে বসা আমার স্ত্রীর তো এখনো উঠছে।


অলসের মেডিক্যাল টার্ম

ডাক্তার : দেখুন আপনার কোনো সমস্যা নেই … একটাই সমস্যা, আপনি অলস।
রোগী : আচ্ছা অলসের মেডিক্যাল টার্মটাই একটু লিখে দিন দয়া করে, ওটাই স্যারকে দেখিয়ে দিন দশেকের জন্য ছুটি নিতে হবে।

আমাদের চিন্তা করার কিছু নেই

ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, ‘টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে?’

টিচার বললেন, ‘তোমার আম্মুর বয়স কত সোনা?’

পিচ্চি বললো, ‘চল্লিশ।’

টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।’

পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?’

টিচার বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?’

পিচ্চি বললো, ‘আঠারো।’

টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।’

পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?’

টিচার হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?’

পিচ্চি বললো, ‘আট।’

টিচার বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।’

এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।’

এক লোকের বউ প্রেগন্যান্ট…

একদিন মহিলার হঠাৎ পেটে ব্যাথা উঠসে পরে ব্যাটা তাড়াতাড়ি নিয়া গেসে ডাক্তারের কাছে।
ডাক্তার টেস্ট ফেস্ট কইরা কয় আরে আপনার বউয়ের তো কিছুই হয় নাই…মনে হয় পেটে গ্যাস হইসে…এইটা তারই পেইন।
ঐ লোক তখন চেইতা ফায়ার হইয়া ডাক্তার রে কয়:”মিয়া আমার লগে ফাইজলামি করেন! আমি কি পাম্প নাকি??!!”

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: একটু হাসুন

sawontheboss4 wrote:

আনডু করার উপায়:

প্রোগ্রামার বলছে স্ত্রীকে অসহায় সুরে: কী! তুমি প্রেগন্যান্ট? আনডু করার উপায় নেই?


হিক্কা ওঠা বন্ধ


দেখ, তোমার আর হিক্কা উঠছে না!- দোকানি হেসে জানাল।
‘তা উঠছে না, কিন্তু গাড়িতে বসা আমার স্ত্রীর তো এখনো উঠছে।

কিছুই বুঝলাম না.....  :chat:   :chat:

অলসের মেডিক্যাল টার্ম

ডাক্তার : দেখুন আপনার কোনো সমস্যা নেই … একটাই সমস্যা, আপনি অলস।
রোগী : আচ্ছা অলসের মেডিক্যাল টার্মটাই একটু লিখে দিন দয়া করে, ওটাই স্যারকে দেখিয়ে দিন দশেকের জন্য ছুটি নিতে হবে।
হা হা হা হা ..... আমাদের মতই ফাকিবাজ ।
আমাদের চিন্তা করার কিছু নেই


টিচার বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না।’

এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই।’

হা হা হা হা ..... ইচড়ে পাকা ..... ব্যাপক মজা পাইলাম......  :crackup:   :crackup:   :crackup:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: একটু হাসুন

sawontheboss4 wrote:

অলসের মেডিক্যাল টার্ম
ডাক্তার : দেখুন আপনার কোনো সমস্যা নেই … একটাই সমস্যা, আপনি অলস।
রোগী : আচ্ছা অলসের মেডিক্যাল টার্মটাই একটু লিখে দিন দয়া করে, ওটাই স্যারকে দেখিয়ে দিন দশেকের জন্য ছুটি নিতে হবে।

এইটা আমার কাছে নতুন এবং অ-নে-ক মজার :awesome:

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।