Topic: বিপুল উৎসাহ ও সাড়ার মধ্যে দিয়ে পেঙ্গুইন মেলা২০১১ পালিত
গতকাল রাজশাহী মেডিকাল কলেজ এর আমিরউদ্দীন গ্যালারী তে অনুষ্ঠিত হয়ে গেল “পেঙ্গুইন মেলা - ২০১১”। লিনাক্স বিষয়ক এ কর্মশালার আয়োজন করে রাজশাহী মেডিক্যাল কলেজে এর আরএমসি ফোরাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিনাক্স মিন্ট বাংলাদেশ এর পক্ষে সাজেদুর রহিম জোয়ারদার বা আমাদের 'রিং ভাই', ওপেনসুয্যে বাংলাদেশ এর পক্ষ থেকে সারিম খান, ডিজিটাল ওয়াচ লিঃ এর পক্ষ থেকে জেড এম মেহেদী হাসান এবং অতিথি বক্তা হিসেবে ইঞ্জিনিয়ার রায়হান চৌধুরী নিপুণ ও জীবন চৌধুরী। রিং ভাই এর প্রাণবন্ত উপস্থাপনা এবং আগ্রহী দর্শকদের নানা প্রশ্ন, আনন্দ-বেদনার কাহিনী, যুক্তি তর্কে অনুষ্ঠান সরগরম হয়ে ওঠে। ঐতিহ্যবাহী চারু-মামার ক্যান্টিন থেকে বিকালের নাস্তা সেরে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলে। আয়োজনে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যায়ল, রাজশাহী মেডিক্যাল কলেজ সহ রাজশাহীর বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী। আয়োজনের সার্বিক সহযোগী ছিলো লিনাক্স মিন্ট বাংলাদেশ ও ওপেন সুয্যে বাংলাদেশ। প্রচার সহযোগী ছিলো আমাদের প্রযুক্তি ফোরাম, প্রজন্ম ফোরাম, রংমহল ফোরাম, আড্ডার আসর ফোরাম, আরএমসি ফোরাম, এবং সৌগত ও সামহোয়্যারইন ব্লগ। আয়োজনটি সমন্বয় ও উপস্থাপনার দ্বায়িত্বে ছিলেন তৌফিক হাসান শাওন।
সার্বিক সহযোগিতায় ছিলো উপল,ডা.শামীম,তপু,জাফর ও হীরা।
ছবির জন্য এই লিংকে প্রবেশ করুন:পেঙুইন মেলা রাজশাহী'র ছবি