Topic: ক্রোমের একটি এক্সটেনশন (ক্রোমে ফায়ারফক্সের সুবধা)

অনেকে ব্রাউজার হিসেবে Google Chrome ব্যবহার করে ।  এটার অনেক সুবিধাও আছে । কিছু সুবিধা আছে যার জন্য অনেকে ফায়ারফক্স ব্যবহার করে। এর মধ্যে একটি হলো যেমন ডাউনলোড ম্যানেজার হিসেবে আইডিএম ব্যবহার করলে এর রাইট বাটনে "download link with IDM" অথবা "download all link with IDM" এসব অপশন আছে যা ডাউনলোড করতে সুবিধা দেয়।
তবে ক্রোম ডিফল্টভাবে এটির সুবিধা দেয় না। তবে একটি এক্সটেনশন ব্যবহার করলে এটির সুবিধা পাওয়া যাবে। যদি গুগল ক্রোম দিয়ে ডাউনলোড অটোমেটিক না হয় তবে আপনি IDM এর ডাউনলোড অপশনে গিয়ে General>Use advanced browser integration" দিন। সঙ্গে সঙ্গে পিসি রিস্টার্ট চাইবে। এরপর দেখবেন গুগল ক্রোম দিয়ে অটোমেটিক ডাউনলোড শুরু হবে।
গুগল ক্রোমের এক্সটেনশন পাবেন এখান থেকে।
এই এক্সটেনশনটির নাম হচ্ছে DM-Bridge এক্সটেনশন।
তবে শুধু আইডিএম নয়, অন্যান্য প্রায় সব ডাউনলোড ম্যানেজারও সাপোর্ট করে।

এক্সটেনশনটির লিংক এখানে:
DM-Bridge এক্সটেনশন

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ক্রোমের একটি এক্সটেনশন (ক্রোমে ফায়ারফক্সের সুবধা)

Download Helper (by Google)

আমি এটা ব্যবহার করি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।