Topic: ভোটার নিবন্ধনে ফেসবুক

এবার বৃটেনের নির্বাচনে ভোটার নিবন্ধনের কাজে সাহায্য করছে সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ফেসবুক। জানা গেছে, ২০শে এপ্রিলের মধ্যে নতুন ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করার লক্ষ্য বাস্তবায়নের জন্য ফেসবুককেও কাজে লাগিয়েছে দেশটির নির্বাচন কমিশন। খবর বিবিসি টেকনোলজির।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বৃটেনের যেসব ফেসবুক ব্যবহারকারী সপ্তাহান্তে (উইকএন্ড) ফেসবুকে প্রবেশ করবেন, তাদের ফেসবুকের পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে তারা ভোটার তালিকায় নিবন্ধন করেছেন কি না। যদি তারা না-বোধক উত্তর টেপেন, তাহলে ফেসবুক তাদের বৃটেনের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের নিবন্ধন পাতায় নিয়ে যাবে।

তবে নিবন্ধন ফরমটি পূরণ করে অনলাইনেই জমা দেয়া যাবে না বলেই জানিয়েছে বিবিসি। আবেদনকারীকে ফরমটি প্রিন্ট করে তা পূরণ করে ডাক মারফত অথবা নিজে গিয়ে স্থানীয় ভোটার নিবন্ধন কার্যালয়েই জমা দিতে হবে।

অনলাইনেই কেনো ভোটার নিবন্ধন করা হচ্ছে না, এ বিষয়ে দেশটির নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে- ‘অনলাইনে ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করলে জালিয়াতির সুযোগ থাকে। সশরীরে উপস্থিত হয়ে নিবন্ধনপত্র জমা দিলে সেই ভোটার সম্পর্কে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করা যায়।’

বিবিসি জানিয়েছে, এখনো প্রায় ৩৫ লাখ বৃটিশ ভোটার তালিকায় নিবন্ধন করেননি। তবে ফেসবুক সরাসরি সাহায্য করায় নিবন্ধন কাজ দ্রুত এগোবে বলেই আশা করছে নির্বাচন কমিশন।

অদুর ভবিষ্যতে আমাদের দেশেও এ পদ্ধতি চালু করা যাবে বলে আমি মনে করি। কেননা নতুন প্রজন্ম ব্যাপক ভাবে তথ্য প্রযুক্তির দিকে ঝুকে পরছে।

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: ভোটার নিবন্ধনে ফেসবুক

আমাদের দেশে যে কবে চালু হবে?  :rotfl:

ডিজিটাল হইল, কিন্তু ফল পাইলাম না !  :rotfl:   :rotfl:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ভোটার নিবন্ধনে ফেসবুক

বাংলাদেশ নামেই ডিজিটাল কামে এনালগের চেয়েও ধীরগতির ॥  :innocent:    :innocent:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ভোটার নিবন্ধনে ফেসবুক

উপল BD wrote:

বাংলাদেশ নামেই ডিজিটাল কামে এনালগের চেয়েও ধীরগতির ॥  :innocent:    :innocent:

vaire asha korte to dosh nai.

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: ভোটার নিবন্ধনে ফেসবুক

হুমম সমসসা নাই ভাই ... আমি তো আছিই ... ।  :cool:   :cool:   :cool:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg