Topic: .......ভালবাসা.........
--০১--
ভা লবাসা মানে নীল আকাশ
ল ক্ষ তারার যেথায় বাস ।।
বা ধা এড়িয়ে জীবন ছুটে চলে অজানায়
সা নাইয়ের সুর নিয়ে যায় শেষ ঠিকানায় ।।
--০২--
ভা লবাসা মানে ধ্বংস
ল ন্ড ভন্ড করে দেয় জীবনের অধিকাংশ ।।
বা তি নিভে যাওয়া জীবন হয়ে যায় নিরস
সা জানো বাগান ভালবাসা করে তছনছ ।।
--০৩--
ভা লবাসা জীবনকে করে তিক্ত
ল ক্ষ্যবিহীন জীবন হয় বিষাক্ত ।।
বা তাসের মতো ভালবাসা অদৃশ্য
সা থী হারা জীবন হয় একেবারে নি:স্ব ।।
--০৪--
ভা লবাসা মানে ভাল একখানা বাসা
ল ড়াই করে বেচেঁ থাকা জীবনে থাকে কত আশা ।।
বা লি সিমেন্ট দিয়ে তৈরী নতুবা...
সা জিয়ে তোলা খড় খুটো দিয়ে তৈরী ছোট একখানি নীড় ।।