Topic: ফোরাম এ নতুন সার্চ ইঞ্জিন বসানো হল
রাজশাহী মেডিকেল ফোরাম এগিয়ে চলেছে তার স্বতন্ত্র গতিতে, গতকাল সারারাত খাটা খাটুনি করে ফোরাম এ একটি কাস্টমাইজড গুগল সার্চ ইঞ্জিন বসানো হল, এখানে কোনও কিছু সার্চ করলে ফোরাম + আরও 3টি সাইট থেকে সার্চ করে দেখাবে।