Topic: মাইক্রোসফট অফিস২০০৭/ওয়ার্ড-এ বাংলা/ইংরেজী ফন্ট পরিবর্তন (সর্টকাট কী)

আমরা তো কমবেশী সকলেই ওয়ার্ডে কিছু না কিছু কাজ করি । মাঝে মাঝে সমস্যা হয় যখন লেখার মাঝে বাংলা/ইংরেজী ফন্ট পরিবর্তন করতে হয় । এক্ষেত্রে বাংলা ইংরেজী ফন্টকে সটর্কাট কী হিসাবে ব্যবহার করলে ঝামেলাটা কম হয় । যদিও এ পদ্ধতিটি কেউ না কেউ জানেন । যারা জানেন না তাদের জন্য আমি কিভাবে সর্টকাট কী করতে হয় তা দেখালাম । কারো না কারো কাজে লাগতেও পারে.........


প্রথমে ওয়ার্ড ফাইল অপেন করে ওপরের বারে খালি জায়গায় মাউজ রেখে মাউস এর রাইট বাটন ক্লিক করলে নিচের ছবিটি আসবে । তারপর কাস্টমাইজ কুইক এক্সেস টুলবার এ ক্লিক করবেন.....

http://i56.tinypic.com/2cwv7l1.jpg

তারপর নিচের ছবিতে ডায়ালগ বক্সের নিচে দেখেন কাস্টমাইজ লিখা আছে সেখানে ক্লিক করবেন,,,,,,

http://i53.tinypic.com/16734og.jpg

এখানে নিচের ছবিটিতে দেখেন আসছে কাস্টমাইজ কিবোর্ড এখানে থেকে ড্রপ ডাউন লিস্ট হতে ফন্ট বের করে ডানে ফন্টের অপশনে আপনার পছন্দের ফন্টে ক্লিক করবেন তারপর দেখেন একজায়গায় লিখা আছে প্রেস নিউ সর্টকাট কী এখানে আপনি আপনার পছন্দমত কী ক্লিক করে এসাইন এ ক্লিক করবেন । এক্ষেত্রে আমি ctrl+/ ব্যবহার করেছি । কন্ট্রোল কী আর স্লাস কী একসাথে ক্লিক করবেন । তারপর ওয়ার্ডে কাজ করার সময় বাংলা ইংরেজী ফন্ট পরিবর্তন করতে এ নিয়ম অনুসরণ করবেন । আর কিবোর্ড চেঞ্জ তো জানেনই ctrl+alt+b

http://i54.tinypic.com/65pcnt.jpg

এ পদ্ধতিটি ওয়ার্ড ২০০০/২০০২/২০০৩-এ ও করা যায়



Re: মাইক্রোসফট অফিস২০০৭/ওয়ার্ড-এ বাংলা/ইংরেজী ফন্ট পরিবর্তন (সর্টকাট কী)

ভালো টিপস,আমি 2010 আনরেজিস্টার্ড ভার্সন ব্যবহার করছি।ওয়ার্ড এ তেমন একটা কাজ করি না অবশ্য।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg