Topic: .........আমি আর ও..........
আমি : চল যাই.....
ও : কোথায়?
আমি : সবুজে
ও : কি আছে হেথায় !
আমি : চল শুনি
ও : কি
আমি : গান
ও : শুনে জীবন চলে কি?
আমি : চল হারাই
ও : কোথায়
আমি : নীলে
ও : যায় কি করে সেথায়?
আমি : চল ভিজি
ও : কি?
আমি : বৃষ্টিতে ভিজি
ও : বয়স আর সে আছে কি?
আমি : চল ভালবাসার কথা বলি
ও : ওসব ন্যাকামো
আমি : (মনে মনে) দুর শালা
ন্যাকামো না দেখামো
কর শুধু বাকামো
চৈতন্য ফিরবে
যেদিন জুড়ে ঝাকামো
করো খালি পাকামো ।
আমি : সব কথা রেখে চল দেখি
ও : কি দেখবো
আমি : স্বপ্ন
ও : কি স্বপ্ন
আমি : সবুজে বৃষ্টিতে নীলে ভেসে বেড়াচ্ছি.........
ও : সব অবাস্তব.......আর অবাস্তব দিয়ে জীবন চলে কি?
আমি : বাস্তব যে বড় কঠিন..........নির্মম । থাকি না কিছু অবাস্তবে
কিছুই বলে না আর সে আমার জবাবে ?