Topic: ********উত্তম অধম*******

তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেনো
পারে কি কেহ এই কথাটি মানিয়া লইতে...........
যদি উত্তম নাই হইব..........
বুঝিব কিভাবে তফাৎ তাহার সনে ।।

হওয়া যায় না আসলে....
হওয়াটা অনেক কঠিন..............
স্বার্থপরতা আমাদের জীবনকে গ্রাস করে ফেলেছে
এর থেকে কিভাবে বের হবো ।

মুক্তি চাই........স্বার্থপরতার গ্রাস হতে
মুক্তি চাই.......মুক্তি চাই
উত্তম হতে চাই কিঞ্চিত হলেও অধমের সাথে ।।



Re: ********উত্তম অধম*******

ছবি-Chhobi wrote:

মুক্তি চাই........স্বার্থপরতার গ্রাস হতে

আসলেই কি সম্ভব?নিস্বার্থভাবে কাজ করার পর যখন দেখি স্বার্থপররাই এগিয়ে যায় তখন বুকের মাঝে কোথায় যেনো ক্ষোভ জমা হয়,মনে হয় কি লাভ কারও জন্য কিছু করে।  sad

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ********উত্তম অধম*******

উপল BD wrote:
ছবি-Chhobi wrote:

মুক্তি চাই........স্বার্থপরতার গ্রাস হতে

আসলেই কি সম্ভব?নিস্বার্থভাবে কাজ করার পর যখন দেখি স্বার্থপররাই এগিয়ে যায় তখন বুকের মাঝে কোথায় যেনো ক্ষোভ জমা হয়,মনে হয় কি লাভ কারও জন্য কিছু করে।  sad

কথা ঠিক । তবুও মাঝে মাঝে বিবেক বাধা দেয়.......



Re: ********উত্তম অধম*******

ভাল কিছু করার মানসিকতাই আসল কথা!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


(edited by sawontheboss4 2011-01-09 21:11:46)

Re: ********উত্তম অধম*******

ছবি আপুর লেখার হাত আসলেই চমৎকার। উনার কবিতাগুলো পড়লে একদমই মন ছুয়ে যায়।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: ********উত্তম অধম*******

পলাশ মাহমুদ wrote:

উনার কবিতাগুলো পরলে একদমই মন ছুয়ে যায়।

হে হে আমাদের ভুল স্বর্বস্ব লেখক পালাশ ভাই।  big grin  big grin  ভাই এই কবিতা শরীরের ঠিক কোথায় যেনো পড়ে? :চিন্তা:  :চিন্তা:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg