Topic: কার টানে কলকাতায়!

আইপিএল কে ঘিরে ক্রিকেট মাঠে কতো কিছুই না ঘটছে! তার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। কোলকাতাবাসীর মুখেমুখে এখন সেসব রটনা। সম্প্রতি খেলার মাঠে একত্রে দর্শন দিয়ে এমনই এক রটনার খোরাক জুগিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। খবর স্ক্রিন ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি কোলকাতা নাইট রাইডার্স এর খেলার সময় এই দুই বলিউডি সেনসেশনকে পাশাপাশিই দেখা গেছে। শুধু তাই নয়, খেলার মাঠের বাইরেও নাকি তাদের দু’জনকে একত্রে দেখা গেছে! আর তাই প্রশ্ন উঠেছে শাহরুখের সঙ্গে সুস্মিতা এই বঙ্গদেশে কি করছেন?   

এর জবাবটিও যেন তৈরিই ছিলো। সুসির এক ঘনিষ্ঠজনের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোলকাতা নাইট রাইডার্স এর কোচ সাবেক এই বিশ্ব সুন্দরীকে খুবই পছন্দ করেন। তারা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। আর নাইটরাইডার্স কোচের সেই আমন্ত্রণ পেয়েই নাকি সুসির এই কলকাতায় আইপিএল এর মাঠে আসা।   বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: কার টানে কলকাতায়!

ছবি চাই, ছবি কিভাবে দিতে হবে শিখুন এখান থেকে! :applause:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কার টানে কলকাতায়!

ছবি নাই। তাই দেওয়া হয় নাই।

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: কার টানে কলকাতায়!

ও.....তা-ই !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।