Topic: আজকে স্কাইলাইন আইএসপির ইন্টারনেট কানেকশন নিলাম।

কিছুক্ষণ আগে skyline ISP এর ইন্টারনেট কানেকসন নিলাম,২৮৮ কেবিপিএস,ডাউনলোড স্পীড 30 kBps থেকে 40 kBps এর মধ্যে। আর আপলোড স্পীডও মারাত্মক 15 kBps থেকে 32 kBps এর মধ্যে।
সুতরাং এবার জমবে মজা কারণ কোন কিছুর লিমিটেশন বা ফেয়ার ইউসেজ পলিসির মত বাধ্যবাধকতা নেই।মাসিক মাত্র ৯০০ টাকা দিলেই ওরা খুশি থাকবে।  (y)  (y)  :ইয়াহু:  :ইয়াহু:
ডাউনলোড স্পীডের স্ক্রিনশট- http://my.jetscreenshot.com/5300/m_20110102-ghdy-33kb.jpg

আপলোড   স্পীডের স্ক্রিনশট-http://b.imagehost.org/0075/2011-01-02_16-36_Free_File_Hosting_Made_Simple.jpg

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আজকে স্কাইলাইন আইএসপির ইন্টারনেট কানেকশন নিলাম।

আমিতো আমার জিপি থেকেই প্রায় এমন পেয়ে থাকি :কোলাকুলি:

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: আজকে স্কাইলাইন আইএসপির ইন্টারনেট কানেকশন নিলাম।

ব্যাটা কোন কোন এলাকায় কানেকশন দেয় ?



Re: আজকে স্কাইলাইন আইএসপির ইন্টারনেট কানেকশন নিলাম।

সারিম wrote:

ব্যাটা কোন কোন এলাকায় কানেকশন দেয় ?

তোমার ঐ পচা এলাকায় কানেকশন দিতে আরও ২ মাস সময় লাগতে পারে,তাও তুমি বলে দেখতে পারো।
মোবাইল-০১১৯৬০৬১৯২৯

পলাশ মাহমুদ wrote:

আমিতো আমার জিপি থেকেই প্রায় এমন পেয়ে থাকি :কোলাকুলি:

হে হে 2-3 ও আশা করি নিয়মিত পান,আর আপলোড স্পীডের কথা নাইবা বললাম।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আজকে স্কাইলাইন আইএসপির ইন্টারনেট কানেকশন নিলাম।

মেডিকাল হোস্টেল এর মধ্যে কী দেবে?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আজকে স্কাইলাইন আইএসপির ইন্টারনেট কানেকশন নিলাম।

sawontheboss4 wrote:

মেডিকাল হোস্টেল এর মধ্যে কী দেবে?

ঐ এলাকায় কাজ চলছে,মার্চের মধ্যে পাওয়া যাবে,কিন্তু প্রিন্সিপাল স্যার কি অনুমতি দিবেন? :চিন্তা:  :চিন্তা:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg