Topic: সাকিব অধিনায়ক সহ-অধিনায়ক তামিম

http://www.chobimohol.com/image-7661_4D1EBCF8.jpg

বছরের শেষ দিন নতুন বছরের সেরা উপহার পেলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসানকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহঅধিনায়ক করা হয়েছে। সাকিব আল হাসান আগেও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। মাশরাফির ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পালন করা ছাড়াও তিনি জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে পূর্ণাঙ্গ অধিনায়ক ছিলেন। জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে মাশরাফি আবারও ইনজুরিতে পড়লে সাকিবের বিশ্বকাপ ক্রিকেটের অধিনায়ক হওয়া শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল। তাই তার জন্য এটি নতুন কিছু নয়। নতুনত্ব হল, সাকিব বিশ্বকাপ ক্রিকেটের অধিনায়কত্ব করার বিরল সম্মান অর্জন করেছেন। এর পাশাপাশি সাকিবকে বিসিবি আগামী এক বছরের জন্য এ দায়িত্ব দিয়েছে। নতুন করে এ দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাকিব বলেন, ‘আমি আগেও অধিনায়কত্ব করেছি। এবার দীর্ঘ সময়ের জন্য পেয়ে ভালোই লাগছে।’ বাংলাদেশের ১২ জন ওয়ানডে অধিনায়কের মধ্যে হাবিবুল বাশারের পর সাকিব দ্বিতীয় সফল অধিনায়ক। হাবিবুল বাশার ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে জয়ী হয়েছেন। সাকিব ২৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন ১১টিতে।
কিন্তু তামিম ইকবালের জন্য সহঅধিনায়ক হওয়াটা ছিল সম্পূর্ণ সারপ্রাইজড হওয়ার মতোই! সহঅধিনায়ক হিসেবে কখনও তার নাম ছিল না। শুধু বিসিবি’র গত বোর্ড সভায় মুশফিকুর রহিমের সঙ্গে তামিম ইকবালের নামও চলে আসে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন বিসিবি’র পরিচালকরা। তারা বিষয়টি নিয়ে দলের প্রধান কোচ জেমি সিডন্সের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপরই বিসিবি শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করে। মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে তামিম ইকবালকে সহঅধিনায়ক করায় অনেকেই বিস্মিত হয়েছেন। এর ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। তিনি বলেন, ‘তামিম জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার। তার দলকে নেতৃত্ব দেয়ার মতো গুণ রয়েছে। সাকিবের সঙ্গে থেকে নিজেকে আরও পরিণত করে নিতে পারবে। তাছাড়া ভবিষ্যতে যাতে সে দলকে নেতৃত্ব দিতে পারে, সে বিবেচনায়ও তাকে অধিনায়ক করা হয়েছে।’ এদিকে সহঅধিনায়কের দায়িত্ব পেয়ে তামিম ইকবাল বেজায় খুশি। তিনি বলেন, ‘দেশের হয়ে খেলতে পারাটাই সম্মানের। তার সঙ্গে যদি দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ থাকে, তা আরও আনন্দের। ভালোই লাগছে আমার।’ সাকিব-তামিম দু’জনেই এ মৌসুমে মোহামেডানের হয়ে খেলছেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক

অধিনায়ক                      ম্যাচ জয় টাই  হার নো রেজাল্ট
গাজী আশরাফ হোসেন লিপু  ৭     ০    ০   ৭   ০
মিনহাজুল আবেদীন নান্নু      ২     ০    ০   ২   ০
আকরাম খান                  ১৫    ১    ০   ১৪  ০
আমিনুল ইসলাম বুলবুল      ১৬    ২    ০  ১৪  ০
নাইমুর রহমান দুর্জয়          ৪     ০    ০   ৪   ০
খালেদ মাসুদ পাইলট       ৩০     ৪    ০  ২৪  ২
খালেদ মাহমুদ সুজন        ১৫     ০    ০  ১৫  ০
হাবিবুল বাশার সুমন        ৬৯     ২৯   ০  ৪০ ০
রাজিন সালেহ                ২      ০     ০  ২  ০
মোহাম্মদ আশরাফুল        ৩৮     ৮     ০ ৩০ ০
সাকিব আল হাসান         ২৬    ১১     ০ ১৫ ০
মাশরাফি বিন মর্তুজা       ৬      ২      ০  ৪ ০

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সাকিব অধিনায়ক সহ-অধিনায়ক তামিম

সাকিবকে অভিনন্দন।  (y)  এখন পর্যন্ত দেখছি বাশারই সফল অধিনায়ক।  (y)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg