Topic: সবাইকে ২০১১ সালের শুভেচ্ছা।
আমাদের জীবন থেকে পার হয়ে গেলো ঘটনাবহুল আরও একটি বছর,আসলে জীবন কখনও থেমে থাকার নয়,তা এগিয়ে যাবেই,আর তাইতো আমরা আজ বরণ করে নিলাম নতুন বছর ২০১১।আশা করি আমাদের অতীতের সকল গ্লানি ধুয়ে মুছে জীবন সংগ্রামে জয়ী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবো ।নতুন বছরে ফোরামে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে,আশা করি সবাই আরএমসি ফোরামের সাথে থাকবেন এবং ফোরামটিকে আরও এগিয়ে নিতে সাহায্য করবেন।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।