(edited by dr.shamim 2010-12-29 11:59:07)

Topic: ইন্সটল করা ড্রাইভার গুলো ব্যাকআপ রাখুন ছোট্ট একটি ফ্রিওয়্যার সফটওয়্য

আজ পেলাম নীলঞ্চল ভাই এর ব্লগ থেকে ড্রাইভার  ব্যাকাপ রাখার পোর্টেবল সফ্টওয়্যার । কী মজা । আমার সবগুলো ড্রাইভার ব্যাকাপ রাখতে মাত্র 48.6 এমবি জায়গা নিয়েছে ।

http://s2.postimage.org/1oonpik2s/backup.jpg

Download Double Driver এখান থেকে সফটওয়্যার’টি ডাউনলোড করতে পারেন। এটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, সেভেনে চালানো যাবে।

এটি পোর্টেবল আকারে তাই ইন্সটল করার যামেলা নেই, ডাউনলোড করার পর Scan current System এ ক্লিক করার পর আপনার কম্পিউটারে ইন্সটল করা ড্রাইভার গুলো দেখতে পাবেন এবং ব্যাকআপ রাখতে পারবেন।

পরবর্তীতে ব্যাকআপে রাখা ড্রাইভারগুলো রিস্টোর করতে সফটওয়্যারের রিস্টোর বাটনে ক্লিক করে ব্যাকআপে রাখা ফোল্ডার’টি দেখিয়ে দিন এবং রিস্টোর করে নিন।

আর ভয় নাই , উইনডোজ ইন্সটল দেবার।   Acronis true image তো আছেই ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ইন্সটল করা ড্রাইভার গুলো ব্যাকআপ রাখুন ছোট্ট একটি ফ্রিওয়্যার সফটওয়্য

দুর্দান্ত জিনিস শামীম ভাই। + থাকলো আপনার জন্য।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg