Topic: বোখারী শরীফ পড়ুন,ইসলামকে জানুন
বিসমিল্লাহির রহমানির রহিম
মহান রব্বুল আলামিনের দয়ায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম, হাদীস গ্রন্থ বোখারী শরীফ, মুসলমান মাত্রই জানেন যে মহান আল্লাহ পাকের কালাম পাক “কোরআন” এর পরেই এর অবস্থান। মহা গ্রন্থ পাক কোরআনকে বুঝতে হলে বোখারী শরীফ পড়া একান্তই দরকার, বলা যায় পাক কোরআনের ব্যাখ্যাই হাদীস গ্রন্থ বোখারী শরীফ। এ গ্রন্থটির মুল রচয়িতা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (রহঃ) বাংলা অনুবাদ হযরত মাওলানা শামসুল হক ও শায়খুল হাদীছ মাওলানা আজিজুল হক । এখান হতে মোট ১৩টি খন্ডে সম্পুর্ণ বোখারী শরীফটি আপনারা ডাউনলোড করতে পারবেন।