Topic: নকিয়া আনছে ট্যাবলেট কম্পিউটার

আইপ্যাডের ঢেউ লাগলো এবারে মোবাইল জগতেও। জানা গেছে, সেলফোন জায়ান্ট নকিয়াও এবার ট্যাবলেট কম্পিউটার তৈরি করতে চলেছে। নকিয়ার তৈরি ট্যাবলেট কম্পিউটার এবছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। খবর রয়টার্সের।

কেবল নকিয়াই নয়, অ্যাপলের দেখাদেখি অনেক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানই ট্যাবলেট কম্পিউটার তৈরির দিকে ঝুঁকছে বলেই সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো স্যামসাং এবং এইচপি।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২০০৯ সালে ল্যাপটপ তৈরির মধ্যে দিয়ে কম্পিউটার জগতে পা রাখলেও নকিয়া প্রায় দুই বছর ধরেই ট্যাবলেট জগতে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নকিয়ার এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপলকে একচেটিয়া বাজার দখল করতে দেয়া ঠিক হবে না, কারণ সেক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে ধরে রাখা কঠিন হয়ে যাবে।

এদিকে সিসিএস ইনসাইট বিশ্লেষক জিওফ ব্লাবার-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কম্পিউটারের তুলনায় অসম্পূর্ণ, ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতাহীন হলেও ট্যাবলেট কম্পিউটারের প্রতিই বেশি ঝোঁক দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: নকিয়া আনছে ট্যাবলেট কম্পিউটার

ধন্যবাদ ফাহিম ভাই সুন্দর একটি তথ্য জানানোর জন্য।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg