Topic: EPIC- মজিলার নতুন দ্রুত গতির ব্রাউজার

http://s3.postimage.org/23ravoflw/epic.jpg

ইন্টারনেটে ব্রাউজিং করার ক্ষেত্রে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি ব্রাউজার ব্যাবহার করে থাকি। কারো কাছে ক্রোম হলো ফার্স্ট আবার কারো কাছে মজিলা ফায়ারফক্স ফার্স্ট / ভালো ব্রাউজার। ব্রাউজারগুলোর মাঝে কোনটা লোড হতে সময় বেশী নেয় , আবার কোনটা দ্রতগতিতে লোড হয়।

এবার ভারত প্রথমবারের মতো ওয়েব ব্রাউজার তৈরী করল। ‘এপিক’ নামের ব্রাউজারটি তৈরি করেছে সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান হিডেন রিফ্লেক্স। ওপেন সোর্সভিত্তিক ব্রাউজার মজিলা ফায়ারফক্স কোডিংয়ের ওপর ভিত্তি করে এপিক তৈরি করা হয়েছে।ফায়ারফক্সের সকল এডঅন এপিক এ ইনস্টল করা যায়। অনেকেই দাবী করছেন “এপিক” হলো এখন সবচেয়ে দ্রুতগতির ওয়েব ব্রাউজার। আপনার নেট স্পীড যদি স্লো হয়, তাহলে আপনি একবার এপিক ব্যবহার করে দেখতে পারেন।

এপিকের সাইডবারের মাধ্যমে ব্যবহারকারীরা জি-মেইল, ইয়াহু মেইল , ভিডিও, সংবাদপত্রের আপডেট, সরাসরি টেলিভিশন সংবাদ, ভারতীয় গান, ক্রিকেট স্কোর আরো অনেক কিছুর আপডেট দেখতে পাবেন।

ব্রাউজারটি www.epicbrowser.com ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

মূল পোস্ট

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: EPIC- মজিলার নতুন দ্রুত গতির ব্রাউজার

ওয়াও শামীম ভাই,মারাত্মক জিনিস,কিন্তু আমার নেট স্পীড কিন্তু খুব একটা স্লো না,তাইলে আমি কি করবো? feeling beat up   feeling beat up

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: EPIC- মজিলার নতুন দ্রুত গতির ব্রাউজার

চালিয়ে  দেখো

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: EPIC- মজিলার নতুন দ্রুত গতির ব্রাউজার

dr.shamim wrote:

চালিয়ে  দেখো

মারাত্মক মজা+অনেক ফাস্ট,আপনিও ব্যবহার করুন।  :ইয়াহু:   :ইয়াহু:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: EPIC- মজিলার নতুন দ্রুত গতির ব্রাউজার

নামিয়ে ফেলেছে! ভালই! তবে নতুন মজিলা আগের থেকে ভাল!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।