Topic: তিনমাসের ফ্রি Subscription BitDefender Internet Security 2011
অনেকে তাদের নিজস্ব নিরাপক্তা ব্যবস্থা নিযে সন্তুষ্ট আছেন জানি।তাও ভাবলাম এরকম একটি ফ্রি অফার এভাবে কি ফেলে দেয়া যায়।যাই হোক বিটডিফেন্ডার তাদের Internet security 2011 তিন মাসের জন্য ফ্রি subscription দিচ্ছে ।এর জন্য আপনার কোন রকম লাইসেন্স কী বা সিরিয়াল কী এর প্রয়োজন হবেনা কারন এর সেটআপ ফাইলের সাথে কোড যুক্ত করা আছে যা তিন মাসের জন্য একটিভেটেড থাকবে।এই বিটডিফেন্ডার এন্টিভাইরাস আপনাকে পুরোপরি নিরাপক্তা দিবে আপনার অনলাইন প্রোটেকশনের।যা ভাইরাস,কি-লগার,রটকিট,ইনস্ট্রাকশন এ্যাটাক ,ম্যালওয়্যার ইত্যাদি থেকে সুরক্ষা দিবে।
কিভাবে এটি পেতে পারেন:
(১)তিন মাসের subscription পেতে বিটডিফেন্ডারের ফেইসবুক ফ্যানের প্রমো পেজে যান।তারপর like বাটনে ক্লিক করুন।
(২)তারপর এর ডাউনলোড লিংকে অনলাইন ইন্সটলারে ক্লিক করুন।তারপর সফটওয়্যারটি ইনস্টল করুন এটি অটোমেটিক এ্যাকটিভ হয়ে যাবে।
যদি আপনি বিটডফেন্ডারের ফেইসবুক ফ্যান পেজ থেকে ডাউনোড করতে না চান তাহলে এই লিংকেক্লিক করুন।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।