Topic: প্রেগ্নেন্সি টেস্ট
আচ্ছা,বাসায় বসে নিজে নিজে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করা যায়,সেই সম্পর্কে কেউ সাহায্য করলে খুশি হব।।
You are not logged in. Please login or register.
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → বিভিন্ন রোগ ও উপসর্গ → প্রেগ্নেন্সি টেস্ট
আচ্ছা,বাসায় বসে নিজে নিজে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করা যায়,সেই সম্পর্কে কেউ সাহায্য করলে খুশি হব।।
বাজারে pregnancy টেস্ট করার কিট পাওয়া যায়, কিনে খুব সহজেই সকালের urine sample দিয়ে টেস্ট করাতে পারেন। বিষয়টি গোপনীয় ও থাকবে + ঝামেলা মুক্ত। তবে কিছু ক্ষেত্রে ভুল রেজাল্ট আসতে পারে।
বাজারে pregnancy টেস্ট করার কিট পাওয়া যায়, কিনে খুব সহজেই সকালের urine sample দিয়ে টেস্ট করাতে পারেন। বিষয়টি গোপনীয় ও থাকবে + ঝামেলা মুক্ত। তবে কিছু ক্ষেত্রে ভুল রেজাল্ট আসতে পারে।
কিট টার নাম কী??আর টেস্ট কিভাবে করা যাবে?
ওষুধের দোকানে যেয়ে বললেই হবে যে "একটা pregnancy টেস্ট করার kit" দেন। তবে ডেট expire কিনা দেখে নেবেন। আর ব্যবহার প্রণালী সাথেই থাকার কথা।
আপনাকে ধন্যবাদ...।
আচ্ছা পেগ্নেন্ট হলে তা সর্বনিম্ন কতদিনের ভিতর ধরা পরে আর কি কি উপসর্গ দেখা দিতে পারে??
১৪ দিন কমপক্ষে লাগবে! urine এ HCG (হিউম্যান chorionic gonadotrophin) হরমোন পাওয়া যাবে। এটা ল্যাব এ করতে হবে urine sample দিয়ে।
আর ৭২ ঘন্টার মধ্যে post coital pill খেলে গর্ভ নিরোধ সম্ভব।
human chorionic gonadotropin (hCG) হরমোন টেস্ট করার মধ্যমেই আসলে প্রেগন্যান্সি টেস্ট করা হয়,শারিরীক সম্পর্কের পর যদি শুক্রানু এবং ডিম্বাণু মিলিত হয় তাহলে দিন দিন human chorionic gonadotropin (hCG) হরমোনের পরিমান বাড়বে।এটা বুঝা যাবে কোনো মেয়ে শারিরীক সম্পর্কের পরের মাসে মসিকের সময় ৮ দিন পার হয়ে যাওয়ার পরেও মাসিক না হলে,আর তখনই এই হরমোন বৃদ্ধি পায় এবং টেস্ট করা যায়।বাড়িতে বসে টেস্ট করার জন্য ওষুধের দোকান থেকে Pregnancy Test Kit(test strip or dipstick) কিনতে হবে,এরপর রাত শেষে সকাল বেলায় পেসাব করার আগে সেই মুত্র নিয়ে একটি কাপে নিয়ে test strip টি তার মধ্যে ডুবাতে হবে।যদি strip এর রঙ বদলায় তাহলে প্রেগন্যাণ্ট বলা যেতে পারে,যদি কোনো রং না বদলায় তারপরেও নিশ্চিত হওয়ার জন্য আরও এক সপ্তাহ এই পরীক্ষা করা যেতে পারে।তবে সবচেয়ে ভালো হয় যদি হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে রক্ত পরীক্ষা করা যায়, human chorionic gonadotropin (hCG) টেস্ট করা এখন স্বভাবিক একটি বিষয়।
আমি একজনের জন্য এটা জানতে চাচ্ছি...।
মেয়েটির বিয়ে হয়েছে ১মাস ৬ দিন...।বিয়ের পর তার লাস্ট মাসিক হয়েছে ২দিন আগে।। তার মানে তার প্রেগ্নেন্ট হওয়ার কোন সম্ভাবনা নেই??
শেষ মাসিকের পর পেট এ বেথা করছে...।পেটের ভিতর(তলপেট) চাক চাকা কি একটা যেন আছে মনে হচ্ছে...বসতে কষ্টো হচ্ছে।।
এটা কি হতে পারে।।
কিছুদিন আগ থেকে (প্রায় ৩মাস) মাঝে মাঝে পেটের বান পাশ অনেক সময় ডান পাশে বেথে করত অনেক...।ডাক্তার দেখানোর পর কিছু ঔসধ খাওয়ার পর বেথা কিছুটা কমতো...।।এটা কি হতে পারে।বেথে পেটের ডানে বা বামে কিডনির কাছাকাছি হত
সে যদি কনফার্ম বলতে পারে যে এটা তার মাসিক ছিল, তাহলে pregnant হবার মত কোনও সম্বাবনা নেই।
সে কনফার্ম বলতে পারছে না...।তার মতে মাসিক হয়েছিল কিন্তু আগের তুলনায় কম।।তার পর থেকে তলপেট এ কি একটা আছে বলে বনে হচ্চছে
রক্ত পরীক্ষা করাই সব থেকে ভালো হবে+ব্যথার সাথে জ্বর+বমি+পেসাব করতে সমস্যা এসব কী ছিলো?
একটু বমি ছিলো...আর কোন সমস্যা ছিলোনা বা নেই...।
কাল ডাক্তার দেখানো হয়েছে...ডাক্তার বলেছেন ইউরিন নালি বা থলিতে ইনফেকশান হয়েছে মনে হচ্ছে...আজ আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করা হলো...
রিপোর্ট কাল দেবে...।।
সাথে আরো কিছু ব্লাড টেস্ট করা হয়েছে
কোন প্রবলেম থাকলে আমাকে জানতে পারেন ।
আমি একজনের জন্য এটা জানতে চাচ্ছি...।
মেয়েটির বিয়ে হয়েছে ১মাস ৬ দিন...।বিয়ের পর তার লাস্ট মাসিক হয়েছে ২দিন আগে।। তার মানে তার প্রেগ্নেন্ট হওয়ার কোন সম্ভাবনা নেই??
কেন ? বিয়ের 2 দিন আগে MC হলে তো pregnant হতে পারে ?
শেষ মাসিকের পর পেট এ বেথা করছে...।পেটের ভিতর(তলপেট) চাক চাকা কি একটা যেন আছে মনে হচ্ছে...বসতে কষ্টো হচ্ছে।।
এটা কি হতে পারে।।
নতুন বিবাহিত হলে এরকম প্রবলেম হতে পারে, counseling দরকার ।
কিছুদিন আগ থেকে (প্রায় ৩মাস) মাঝে মাঝে পেটের বান পাশ অনেক সময় ডান পাশে বেথে করত অনেক...।ডাক্তার দেখানোর পর কিছু ঔসধ খাওয়ার পর বেথা কিছুটা কমতো...।।এটা কি হতে পারে।বেথে পেটের ডানে বা বামে কিডনির কাছাকাছি হত
USG করে দেখা উচিত !!! :চিন্তা:
কেন ? বিয়ের 2 দিন আগে MC হলে তো pregnant হতে পারে ?
হোম।।কিন্তু এখানে তার সম্ভাবনা নেই।।।
USG করে দেখা উচিত !!! default/thinking
USG মানে কি?আল্ট্রাসনোগ্রাফি???
ওইটা করা হয়েছে।।সাথে কিছু রক্ত পরিক্ষা ও করা হয়েছে...।কিছু পাওয়া যায়নি...ডাক্তার বলেছেন কোন সমস্যা নেই...।
কিন্তু আমি ভাবছি তাহলে বেথা কেন করত...!!
[box]
HAEMATOLOGY REPORT
Red blood Cells
Haemoglobin - 12.6g/dl
ESR(Westergren) - 08mm/1st hr
White Blood Cells
total WBC - 8000/Cmm
Differential Count
Neutrophils 58%
Lymphocytes 35%
Monocytes 03%
Eosinophils 04%
Basophils 00%
Others 00
[/box]
আর USG এ সব গুলা নরমাল দেখলাম...২টায় appears normal
Impression: Normal sonographic study.
মাসিকের কোনো সমস্যা থাকলে ব্যাথা করতে পারে।
হোম।।তাই মনে হয়...মাসিক খুব কম হয়।।মানে যেই পরিমানে হওয়ার কথা তার থেকে খুব কম হয়...।এর জন্য কি করা যাতে পারে?
ভালো গাইনাকোলোজিস্ট এর সাথে Consult করুন ।
ভালো গাইনাকোলোজিস্ট এর সাথে Consult করা উচিত,এভাবে সাজেশন দিলে অনেক সময় ভুল হতে পারে,আরও টেস্টও করতে হতে পারে,আর যেহেতু কিছুদিন হলো বিয়ে হয়েছে তাই আমার মনে হয় তাড়াতাড়ি দেখানোই ভালো,কারণ ইতোমধ্যে সন্তান নেওয়ার সম্ভাবনা থাকলে পরবর্তীতে কোন জটিলতা হওয়ার আশঙ্কা থেকে মুক্ত থাক যাবে।
ভালো গাইনাকোলোজিস্ট এর সাথে Consult করুন ।
আচ্ছা...।।তাই করব...আপনাদের অনেক ধন্যবাদ।।
রাজশাহী মেডিকেল কলেজ ফোরাম → বিভিন্ন রোগ ও উপসর্গ → প্রেগ্নেন্সি টেস্ট
Powered by PunBB 1.4.2, supported by Informer Technologies, Inc.
Currently installed 6 official extensions. Copyright © 2003–2009 PunBB.
Generated in ০.০৬ seconds (৮০.২১% PHP - ১৯.৭৯% DB) with ১১ queries