(edited by উপল BD 2010-11-23 22:58:04)

Topic: BitTorrent,U(Mu)torrent এর স্পীড কিছুটা বাড়ান।

টরেন্ট ফাইল ডাউনলোড করা কিছুটা সময় সাপেক্ষ বিষয়,কারণ এর সাথে seed,pear এসব বিষয় জড়িত।কিন্তু অনেক কিছুই আমাদের টরেন্ট থেকে নামতে হয়।সে জন্য ডাউনলোড  স্পীড যেনো কিছুটা বৃদ্ধি পায় তার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করলে কিছুটা হলেও উপকার পাওয়া যাবে।
১।BitTorrent(7.2) ওপেন করে Options=>Preferences
২। এবার স্ক্রিনশট অনুযায়ী কনফিগার করুন(লাল দাগ দেওয়া অংশগুলো)
http://b.imagehost.org/0211/bit_1.jpg

http://d.imagehost.org/0868/bit_2.jpg

http://b.imagehost.org/0989/bit_3.jpg

৩। এখন Apply দিয়ে OK করে বের হয়ে আসুন।

ডাউনলোড :-BitTorrent 7.2

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: BitTorrent,U(Mu)torrent এর স্পীড কিছুটা বাড়ান।

আমি ম্যাক্স connection ২০ দেই, আর গ্লোবাল ৩০!  (y)

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।