(edited by dr.shamim 2010-11-18 23:05:45)

Topic: উইন্ডোজ ৭ এর 'গডমোড'

http://s4.postimage.org/2dk5xmfvo/Windows_7.jpg

মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭-এ গোপন একটি ফিচার জুড়ে দিয়েছে যেটি চালু করলে ওই পিসির অপারেটিং সিস্টেমের সব অপশন পাওয়া যাবে একটি ফোল্ডারেই। খবরটি জানিয়েছে সংবাদসংস্থা সি-নেট।

গডমোড পেতে হলে প্রথমে উইন্ডোজ ৭-এ একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে। তারপর সেই ফোল্ডারটি রিনেইম করতে হবে GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} নামে। এরপর ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে একটি কন্ট্রোল প্যানেল তৈরি হবে যেখানে অনেক অপশন থাকবে। ব্যবহারকারি এই একটি ফোল্ডার থেকেই মাউস পয়েন্টার এর লুক পরিবর্তন থেকে শুরু করে নতুন হার্ড ড্রইভের পার্টিশন তৈরিসহ সব কিছু করতে পারবেন।

সি-নেট জানায়, এই পদ্ধতিটি উইন্ডোজ ভিসতাতেও কাজ করবে।

এ অপশনে সব ধরনের কন্ট্রোল পাওয়া যায় বলেই একে গডমোড বলা হচ্ছে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: উইন্ডোজ ৭ এর 'গডমোড'

ইয়াহু কাজ করছে!  :ইয়াহু:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: উইন্ডোজ ৭ এর 'গডমোড'

দারুন জিনিস!!! (y)  (y)

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।