Topic: ফায়ারফক্সে হোমপেইজ সেট-আপ
যে ওয়েবসাইটটি বারবার খোলার প্রয়োজন হয়, তা ফায়ারফক্স ওয়েবব্রাউজারে Homepage হিসেবে সেট-আপ করে রাখতে পারেন। হোমপেইজ হিসেবে সেট-আপ করলে প্রতিবার ফায়ারফক্স খুললে Homepage ওয়েবসাইটটি নিজে নিজে ওপেন হবে। ফায়ারফক্সে হোমপেইজ সেট-আপ করতে ফায়ারফক্স টুলবারের Tools থেকে Option-এ যান। এবার Homepage লেখা বক্সে যে ওয়েবসাইটটি হোমপেইজ হিসেবে সেট-আপ করতে চান সে ওয়েবপেইজের লিঙ্কটি লিখে ok চাপুন।
Medical Guideline Books