Topic: জি-মেইল' কিলার, প্রজেক্ট টাইটান নিয়ে ফেসবুক আসছে সোমবার!
ঘোষণাটা আসে ফেব্রুয়ারীতে: প্রজেক্ট টাইটান শিরোনামে ফেসবুকের একটি প্রজেক্ট এর কথা চাউর হয় সে সময়--যেটাকে তারা নিজেরা বলছিলো জি-মেইল কিলার (“Gmail killer”)..অবশেষে চূড়ান্ত ঘোষণা আসলো।
আগামী সোমবারে আসছে @facebook.com এর ই-মেইল সুবিধা...যদিও বলা হচ্ছে জিমেইল কিলার কিন্তু আদতে এটি জি-মেইলের বড় প্রতিপক্ষ হিসাবে দাড়াতে পারবে কিনা সে বিষয়ে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন। বরং পড়তি মেইল সার্ভিস ইয়াহু, হটমেইল ইত্যাদির ভাত মেরে দেবার সম্ভাবনাই প্রবল বলে মনে হয়।
আরেকটি বিষয় হলো ফেসবুক সামাজিক নেটওর্য়াকিং সাইট বলে এই মেইল আইডি পেশাগত কাজে ব্যবহার হবার সুযোগ নেই বলেই মনে হয়।
বিস্তারিত এখানে
Medical Guideline Books