Topic: হটমেইল থেকেই সব মেইল!
হটমেইল থেকেই জিমেইল, ইয়াহুর মেইল ইনবঙ্ দেখার সুবিধা চালু করেছে মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাঁরা একাধিক ইমেইল ঠিকানা ব্যবহার করেন, তাঁদের মেইল ইনবঙ্ পরীক্ষার জন্যও আলাদা সব কটি ঠিকানায়ই লগ-ইন করতে হয়। হটমেইল ব্যবহারকারীরা যাতে একের মধ্যেই সব মেইল পরীক্ষা করতে পারেন সে জন্য আমরা বিশেষ এ সুবিধা চালু করেছি।
নতুন এ সুবিধার মাধ্যমে হটমেইল থেকেই জিমেইল, ইয়াহুসহ অন্য সব মেইলে ইমেইল ইনবঙ্ পরীক্ষার পাশাপাশি মেইল পাঠানোর সুবিধাও পাওয়া যাবে। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হটমেইলের সেটিংস অপশন থেকে অন্যান্য মেইল ক্লায়েন্টের ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে ভ্যালিড করতে হবে। এরপর হটমেইলে লগ-ইন করার সঙ্গে সঙ্গে অন্য মেইলগুলোও লগ-ইন হয়ে যাবে এবং পপ সুবিধার মাধ্যমে সেসব মেইল পরীক্ষাও করতে পারবেন।
sutro
মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books
Medical Guideline Books
