Topic: পেজস্পিড বাড়াতে গুগল প্রকাশ করলো নতুন টুল
সার্চ ইন্জিন রেংকিয়ে পেজস্পিডের গুরুত্ব নিয়ে আগেও নানা পরার্মশ দিয়েছে । এবার আর পরার্মশ নয়, আপনার ওয়েব সার্ভারের জন্য চমৎকার এক টুল নিয়ে এলো গুগল । যারা Mozilla চালান তাদের জন্য নতুন এটি মডিউল নিয়ে এলো গুগল । এটি হচ্ছে Page Speed 1.9 extension ।
এই মডিউলটি সার্ভারেযুক্ত করলে ওয়েব পেজ নিজে নিজেই পেজস্পিড-আপের জন্য অপটিমাইজড হয়ে যাবে । বারবার আলাদা আলাদাভাবে সেটিংয়ের দরকার হবে না । এটি পেজডাউনলডিং টাইম অর্ধেক নামিয়ে আনতে সক্ষম ।
যা যা করবে:
* ইমেজ রিকম্প্রেস ও অপটিমাইজ করে দ্রত লোডিং
* CMS অনুযায়ী পেজ অপটিমাইজেশন
* লোগো, ইমেজ ইত্যাদির ক্যাশ টাইম বাড়িয়ে ১বছর পূর্যন্ত করা ।
নিচের এই ভিডিওটি দ্বারা আরো ভাল করে বুঝতে পারবেন ব্যাপারটি ।
আজ সকালে এক অফিসিয়াল পোষ্ট দ্বারা গুগল এই টুল সম্বন্ধে জানায় । যারা নিজের সার্ভার নিজেই মেইনটেইন করেন তারা সহজেই টুল নামিয়ে ইনসটল করে নিন । বাকিরা নিজ নিজ হোস্ট প্রোভাইডারকে অনুরোধ করুন.
Support করবে---
* Mac OS X (x86 only)
* Linux (32-bit and 64-bit)
* Windows (XP and up)
Medical Guideline Books