Topic: এমএস অফিসে বিশেষ চিহ্ন
মাইক্রোসফট অফিসে লেখালেখির সময় শর্টকার্ট হিসেবে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা যায়। ইংরেজি লেখার সময় রেজিস্ট্রার চিহ্ন (R) ইনসার্ট করার জন্য প্রথমে Alt কি চেপে ধরুন এবং কি-বোর্ডের নাম্বার প্যাড থেকে ০১৭৪ চাপুন। রেজিস্ট্রার চিহ্ন ইনসার্ট হয়ে যাবে। আবার কপিরাইট চিহ্ন (C) ইনসার্ট করার জন্য Alt কি চেপে ধরুন এবং ০১৬৯ চাপুন। ট্রেডমার্ক চিহ্ন (TM) ইনসার্ট করার জন্য Alt কি চেপে ধরে ০১৫৩ চাপুন। :তালি: (y)
Medical Guideline Books