Topic: টাস্কবারে থাম্বনেইলের গতি বাড়ানো
উইন্ডোজ সেভেনের টাস্কবারের ওপর মাউস রাখলে সব কাজের থাম্বনেইল (ছোট ছবি বা স্ক্রিনশট) দেখা যায়। কিন্তু এ থাম্বনেইল প্রদর্শন প্রক্রিয়া অনেক ধীরগতির। থাম্বনেইল প্রদর্শনের গতি বাড়ানোর জন্য Start মেন্যুতে গিয়ে regedit লিখে Registry Editor-এ প্রবেশ করুন। সেখান থেকে HKEY_CURRENT_USERControl PanelMouse-এ যান। এবার MouseHoverTime-এ ডাবল ক্লিক করুন। সেখানে এর ভ্যালু ৪০০-এর পরিবর্তে 0 করে দিন। :-^
Medical Guideline Books