(edited by dr.shamim 2010-10-30 14:57:57)

Topic: ফাইল নামানোর সময় জেনে নিন

নানা কারণে ইন্টারনেট থেকে আমাদের বিভিন্ন রকমের ফাইল নামাতে হয় (ডাউনলোড)। কিন্তু অনেক সময় বোঝা যায় না যে কোন ফাইল নামাতে কত সময় লাগবে, ফাইলটির প্রকৃত সাইজ কত ইত্যাদি।
ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ‘ডাউনলোড স্ট্যাটাসবার’ নামের একটি প্রোগ্রামের (অ্যাড-অনস) সাহায্যে সহজেই নামানোর বিস্তারিত তথ্য জানা যাবে। প্রোগ্রামটি এখান থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রির্স্টাট) করুন।
এরপর থেকে ফায়ারফক্স থেকে কোনো ফাইল ডাউনলোড করলে ব্রাউজারের নিচে বা পাশে download statusbar নামে একটি অপশন পাবেন।
ওই অপশনে মাউস রাখলেই স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে ফাইল নামানোর জন্য কতটুকু সময় লাগবে, ফাইলটির প্রকৃত সাইজ কত ইত্যাদি।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ফাইল নামানোর সময় জেনে নিন

কাজে খুব একটা লাগবে বলে মনে হয় না, IDM এ অনেক পার্ফেক্ট টাইমিং শো করে।  (n)

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।