Topic: ফোল্ডারের রং পরিবর্তন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সব ফোল্ডারই সাধারণত একই রংয়ের হয়। একটি সফটওয়্যার ইনস্টল করে পরিবর্তন করতে পারেন আপনার ডেস্কটপের সব ফোল্ডার। এজন্য এই ঠিকানার ওয়েবসাইট থেকে আই কালার ফোল্ডার সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এবার ফোল্ডারে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে কালার লেবেল অপশন থেকে ফোল্ডারের রং নির্বাচন করুন ।
সূত্র
Medical Guideline Books