Topic: আপডেট করুন আপনার ব্রাউজার
আমার এই পোস্ট সবার জন্য গুরুত্তপূর্ণ কারণ আমরা ইন্টারনেট-এ প্রায় সবাই browse করি, কিন্তু 6 মাস পরও দেখা যাই আমরা পুরনো ভার্সন browser ইউজ করছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাউজ ধীর গতি হচ্ছে। যা আমরা বুঝতে পারিনা। তবে pc অনেক কারণেই স্লো হতে পারে। এটাও একটা কারণ। গত সপ্তাহে আমি firefox 3.6.11 ডাউনলোড করে চালালাম কইদিন। গতকাল দেখি 3.6.12 এসেছে । এখন এটা -ই চলছে আমার পিসি তে। আমি RSS feed এর মাধ্যমে আপডেট পাই । অনেকেই RSS ফীড কি টা জানেন না তাই আপডেট বহুদূরে। যারা জানেন তাদের কে ধন্যবাদ।
যাই হোক, এবার আসি কিভাবে আমার browser সবসময় আপডেট করব?
কম্পুটারে জন্য---
মজিল্লা ফায়ারফক্স, অপেরা , ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, সাফারি ইত্তাদির জন্য- এক্ষণে ক্লিক করুন আর ডাউনলোড করে উপভোগ করুন লেটেস্ট ভার্সন ।
অথবা
filehippo.com এই RSS feed এ subscribe করুন। দেখুন ব্রাউজারের BER এ ফাইল্ হিপ্পো এর RSS যোগ হয়েছে । এখন আপনার কাজ প্রতিদিন ওই RSS এ left ক্লিক করা। আর আপনার কম্পু তে চলা software আপডেট করুন ।
আজ এখানেই এখন খুব ঘুম পাইছে। আর একদিন মোবাইল এর ব্রাউজার সম্মন্ধে।
Medical Guideline Books