Topic: নারীর ছদ্মবেশে ফেসবুকে ভাইরাস

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা লুকানো এক ভাইরাসের সমস্যায় পড়ছেন। এই ভাইরাসটি ফেসবুক ওয়ালে একটি নারীর ছদ্মবেশে আসে। ফেসবুকে তার ছবি প্রকাশিত হবার কারণে আত্মহত্যা করেছে সে এমন টেক্সটসহ একজন নারীর ছবিতে ক্লিক করলেই ভাইরাসটি চুপিসারে কম্পিউটারে চলে আসে। এই ভাইরাসটিতে টেক্সট হিসেবে লেখা থাকে ‘শকিং ! দিস গার্ল কিলড হারসেলফ আফটার হার ড্যাড পোস্টেড দিস ফটো’। এই লিংকটিতে আগ্রহভরে ক্লিক করলেই ভাইরাস আক্রমণ করে। লিংকে ক্লিক করা ছাড়াও ‘আই লাইক’ বাটনটিতে ক্লিক করলেও এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আর ভাইরাসটি ছড়িয়ে পড়লে ফেসবুকের ফেন্ড লিস্টে থাকা সব বন্ধুদের নিকট ফরোয়ার্ড হয়ে যায়। এই ভাইরাসটি পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য হাতিয়ে নেবার মতো শক্তিশালী নয়। তবে ফেসবুকের নিরপত্তাবিষয়ে বিতর্ক তুঙ্গে থাকায় এই ভাইরাস যেনো আগুনে ঘি!
অবশ্য ফেইসবুকে এটা নতুন নয়।এর আগেও New Gifts For You,Fan check virsu আরও নানা রকমের ভাইরাস এসেছে এখন আবার এসেছে girl killed virsu. আসলে ফেইসবুক এখন হ্যাকিং আর কম্পিউটারের নিরাপক্তা বিঘনিত করার জন্য আর্দশ জায়গা হয়ে গিয়েছে।তাই যারা সাধারন ব্যবহার কারী তাদের ফেইসবুক ব্যবহারে আরও সর্তক হতে হবে।কারন ফেইসবুকে নানা কেীশলে আক্রমনের চেষ্টা করেন এবং সাধারন ব্যবহারকরীরা খুব সহজেই এর শিকার হয়ে যায়।এখন অবশ্য ফেইসবুক কর্তৃপক্ষ এসব ব্যাপারে যথেষ্ট সচ্চার।তাও কিন্তু থেমে নেই অতএব নিরাপদ ব্যবহারি নিরাপদ নিরাপক্তা দিবে আপনাকে।
Source: rongmohol.com

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: নারীর ছদ্মবেশে ফেসবুকে ভাইরাস

সুন্দর ও আকর্ষণীয় পোস্টের জন্য ধন্যবাদ!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নারীর ছদ্মবেশে ফেসবুকে ভাইরাস

হায়রে আমি একটু আগে ক্লিক করছি,তবে তরপরেই এপ্লিকেশনটা বন্ধ করে দিয়েছি।এজন্যই বলি নারী জ্বালাতনময়ী।    ~X

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg