Topic: হ্যাকিংয়ের শিকার ক্যাসপারস্কি

মাত্র কিছু দিন আগে যারা ইন্টারনেট দুনিয়াকে ব্যাপক আড়ম্বরভাবে জানান দিয়ে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিল, সেই ক্যাসপারস্কিই এখন হ্যাকারদের কাছে অসহায় হয়ে পড়েছে৷ কম্পিউটারের নিরাপত্তা দেয়ার লক্ষ্যে নিজেদের অবস্থানকে যখন শক্ত অবস্থানে দাবি করে চলেছে ঠিক সে সময়েই নিজেরাই পড়ে গেল হ্যাকিংয়ের জালে৷ মূলত ক্যাসপারস্কি নিজেদের ল্যাব থেকেই এ অ্যান্টিভাইরাস তৈরি করত৷ কিন্তু অজানা এক হ্যাকার হ্যাক করেছে তাদের ক্যাসপারস্কিইউএসএ ডটকম ওয়েবসাইটটি৷ কে বা কোন প্রতিষ্ঠান তাদের এই পাকা ধানে মই টেনেছে তা এখনও শনাক্ত করতে পারেনি৷ এ অবস্থায় ক্যাসাপরস্কির ওয়বসাইটে ঢুকে কেউ অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কিছুক্ষণের মধ্যেই তার কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হচ্ছে৷ এ ব্যপারটি অনেকটা বিভ্রান্তিকর হয়ে দেখা দিয়েছে৷ কেননা কোন কিছু ডাউনলোড করতে গেলেই সেটি ভাইরাস ডাউনলোড সংক্রান্ত একটি সাইটে ঢুকে যাচ্ছে৷ এ অবস্থায় ভাইরাস স্ক্যান করতে গেলে আরও বিদঘুটে অবস্থা তৈরি হচ্ছে৷ তবে সর্বশেষ আশার বার্তা এই যে, সংবাদের বরাতে জানা গেছে, ক্যাসপারস্কি তাদের সম্পূর্ণ নতুন কোড ব্যবহার করে সব কিছু আপডেট করেছে৷ যাতে এ সাইটটিকে এখন সম্পূর্ণ নিরাপদ ভাবার দাবি তুলেছে৷ তবে ইন্টারনেট ব্যবহারকারীদের মনে একটাই প্রশ্ন, যারা নিরাপদ বলে দাবি করছে তাদের নিরাপত্তা কতটুকু?

http://s1.postimage.org/hDc10.jpg

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: হ্যাকিংয়ের শিকার ক্যাসপারস্কি

এই ঘটনা টা শুনলাম কয়েকদিন আগে! নরটন এ এখন শেষ ভরসা!  sad

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: হ্যাকিংয়ের শিকার ক্যাসপারস্কি

আভ্যাস্ট কি রকম তৌফিক ভাই?



Re: হ্যাকিংয়ের শিকার ক্যাসপারস্কি

mukul0071989 wrote:

আভ্যাস্ট কি রকম তৌফিক ভাই?

অন্য সবগুলোর তুলনায় Avast বেশ হালকা, এবং detection পাওয়ার অনেক বেশি। জোসস এ বলা চলে। Avira ও খারাপ না।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: হ্যাকিংয়ের শিকার ক্যাসপারস্কি

Emnitei puran khobor. Common room e Ajker Jugantor e ase. Post er sese sutro with link dea valo.

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif