(edited by dr.shamim 2010-10-24 23:52:50)

Topic: windows রাখুন এ্যান্টিস্পাইওয়্যার, ম্যালওয়্যার মুক্ত

সাধারণত আমরা আমাদের পিসির সুরক্ষার জন্যে বিভিন্ন ধরনের এ্যান্টিভাইরাস ব্যবহার করি।তবে আমরা কেউই(দুই একজন থাকতে পারে) লাইসেন্স করা এ্যান্টিভাইরাস ব্যবহার করি না।এ কারণেই পিসির নিরাপত্তাটা পাইরেটেড এ্যান্টিভাইরাস দ্বারা শতভাগ নিশ্চিত করা যায় না। কিন্তু অনেকেই ইন্টারনেট থেকে এত কিছু ডাউনলোড করি যে অসংখো ম্যালওয়্যার,স্পাইওয়্যার নামিয়ে ফেলি যা কম্পুর নিরাপত্তা শূন্যের কোঠায় যাই।
যায় হোক, তাদের জন্য আমার এই পোস্ট--
WINDOWS DEFENDER নিয়ে।এটা মাইক্রোসফ্টের ওপেনসোর্স এ্যান্টিস্পাইওয়্যার সফটওয়্যার।বিভিন্ন মিডিয়া(সিডি/ডিভিডি,ইউ.এস.বি পোর্ট) থেকে কম্পিউটারে ম্যালওয়্যার,স্পাইওয়্যারের প্রবেশ রোধে এই সফটওয়্যার অনেক ভাল কাজ করে।সবচেয়ে বেশী কাজ করে ইন্টারনেট থেকে নামানো সফটওয়্যারে কোন ম্যালওয়্যার,স্পাইওয়্যার আছে না তা পরীক্ষা করতে।সেই সাথে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারে।আপনার পিসির কোন সফটওয়্যার আপনার জন্যে ক্ষতিকর এটাও এই সফটওয়্যার দ্বারা নির্ণয় করা যায়। সবমিলিয়ে আপনার পিসির নিরাপত্তা শতভাগ কার্যকরী করার জন্যে এটা অনেক উপকারী।তবে এটা কখনোই এ্যান্টিভাইরাসের বিকল্প কোন সফটওয়্যার নয়।বরং WINDOWS DEFENDER আপনার এ্যান্টিভাইরাসের সাহায্যকারী হিসেবে কাজ করবে।
এতে আপনার পিসি থাকবে ম্যালওয়্যার,স্পাইওয়্যার মুক্ত।
১।

WINDOWS DEFENDER ডাউনলোড করুন


২।

অথবা

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: windows রাখুন এ্যান্টিস্পাইওয়্যার, ম্যালওয়্যার মুক্ত

WINDOWS DEFENDER, WINDOWS Vistaর জন্য,win 7 এ প্রয়োজন নেই,কারণ এর কন্ট্রোল প্যানেল এর security তে ডিফল্টভাবেই দেওয়া আছে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg