Topic: ঘরে বসেই তথ্য খুঁজুন
বিশ্ব যেন হাতের মুঠোয়। সভ্যতার পরিবর্তন ও প্রযুক্তির উন্নয়নের ফলে এখন মানুষ ঘরে বসেই দূর দূরান্তের সকল খবরাখবর রাখতে পারছে । বিশ্বের সমস্ত চিত্র যেন চোখের সামনে মেলে ধরছে । উন্নত প্রযুক্তি আমাদের জীবন যাত্রার মান পরিবর্তনের পাশাপাশি জীবনকে করে তুলেছে সহজ ও উন্নত। এ পরিবর্তনশীল এবং প্রতিযোগীতাপূর্ণ বিশ্বে Bdphonebook.com একটি ব্যতিক্রমধর্মী অনলাইন মিডিয়া । প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষনের জন্য Bdphonebook.com এর ব্যবহারকারী এবং সদস্যদের মধ্যে একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছে যা তাদের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে কাজ করছে । Bdphonebook.com একটি ইনফরমেশন ওয়েব পোর্টাল এবং ডিজিটাল ফোনবুক। ঘরে বসে অনলাইনের মাধ্যমে দেশের সমস্ত খবরাখবর সংগ্রহ করার একমাত্র সহজ ও দ্রুততম মাধ্যম ।
সময়ের ফ্রেমে বন্দি আমাদের জীবন। তাই জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ । আর এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো প্রবাহিত হয় ব্যস্ততার মধ্য দিয়ে। সেই ব্যস্ততম জীবনটাকে সহজ করে তুলতে Bdphonebook.com প্রয়োজনীয় সকল তথ্য পেঁৗছে দিচ্ছে আপনার হাতের মুঠোয়। এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোন ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছেন হাতের কাছে। যার ফলে আপনার সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে। Bdphonebook.com বাংলাদেশের তথ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সবচেয়ে সহজতর মাধ্যম ।
Bdphonebook.com খুবই ইউজার ফ্রেন্ড্লি একটি ওয়েব পোর্টাল । যার মাধ্যমে আপনি খুব সহজেই ক্যাটাগরি অনুযায়ী অথবা কোম্পানির নাম, ফোন নাম্বার, লোকেশন ইত্যাদি ব্যবহার করেও আপনার প্রয়োজনীয় ইনফরমেশন সার্চ করতে পারছেন ।
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পাশাপাশি ফ্রি মেম্বারশিপ গ্রহণ করে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে সকলকে জানাতে পারছেন।
এছাড়াও সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে কোম্পানির লগো, ব্যানার ও স্লোগান ব্যবহার করে আপনার পণ্য এবং পণ্যের সেবা সংক্রান্ত যাবতীয় তথ্যের বিজ্ঞাপন সারা দেশব্যাপী এবং বিদেশে খুব সহজেই প্রচার করতে পারছেন ।
তথ্য ও প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের জীবনে এসেছে আমূল পরিবর্তন । সহজ করে তুলেছে যোগাযোগের মাধ্যম। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় ও বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশের প্রয়োজনীয় যে কোন ধরনের তথ্য সকলের কাছে পেঁৗছে দিতে Bdphonebook.com কাজ করে যাচ্ছে। দেশে প্রচলিত বিভিন্ন খবরাখবর ছাড়াও থাকছে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারের সুযোগ । যার মাধ্যমে তথ্য অনুসন্ধানকারীরা খুব সহজেই এই ওয়েব ব্যবহার করে স্বল্প সময়ে বিনা পরিশ্রমে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারছে। দেশের তথ্য প্রযুক্তির উন্নয়ন দ্রুত সহজতর করার লক্ষ্যে যেসব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে সে সব প্রতিষ্ঠান থেকে সম্পূর্ন ভিন্ন রুপে Bdphonebook.com সেবা দিয়ে যাচ্ছে ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে দ্রুত যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে । এর মাধ্যমে সকল ধরনের ইনফরমেশন পেঁৗছে যাচ্ছে বিশ্বের যে কোন প্রান্তে। Bdphonebook.com সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.bdphonebook.com
যেভাবে Bdphonebook.com ব্যবহার করবেন :
আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করুন http://www.bdphonebook.comতাহলে সাইট এর হোম পেইজ্টি ওপেন হবে। এখানে একটি ক্যাটাগরি লিস্ট দেখতে পাবেন যেখানে আপনি ক্লিক করে ক্যাটাগরি অনুযায়ী ইনফরমেশন সার্চ করতে পারবেন।এছাড়াও কিছু বাটন রয়েছে সেগুলো হচ্ছে এডভান্স সার্চ , সাইন আপ, সাইন ইন, অ্যাড্ভার্টাইজ্, কোম্পানি প্রোফাইল, হেলপ্ এন্ড সাপোর্ট এবং কনটাক্ট। এডভান্স সার্চ এ ক্লিক করে কোম্পানির নাম, ফোন নাম্বার ও জেলা অনুযায়ী ইনফরমেশন সার্চ করতে পারবেন। সাইন আপ বাটন ক্লিক করে ফ্রি মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন, সাইন ইন-এ গিয়ে আপনার ইনফরমেশন আপডেট বা পরিবর্তন করা যাবে। অ্যাড্ভার্টাইজ্ বাটন এ ক্লিক করে বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারবেন। কোম্পানি প্রোফাইল ক্লিক করে কোম্পানি সম্পর্কে জানতে পারবেন। কনটাক্ট বাটন এ ক্লিক করে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সাইটটি ব্যবহার করতে গিয়ে কোন সমস্যা হলে হেলপ্ এন্ড সাপোর্ট বাটনে ক্লিক করুন। এছাড়াও স্পেশাল ফিচার নামে একটি অপশন রয়েছে যেখানে ফোন নাম্বার ছাড়াও পোস্ট কোড্, ফোন কোড্, ইনটারন্যাশনাল ডে, হলিডে লিস্ট এ জাতীয় বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাবে।
বিস্তারিত জানতে :ক্লিকান এখানে।
Medical Guideline Books