Topic: থান্ডারবার্ডে জিমেল কনফিগার।
১. আপনার থান্ডারবার্ড ওপেন করেন।
২. টুলস মেনুতে ক্লিক করুন এবং সেটিং এ যান।
৩. ড্রারপ-ডাউন মেনু থেকে Add Mail Account… সিলেট করেন।
৪. প্রথমে থান্ডারবার্ড অটো কনফিগার করবে আপনার মেইল এড্রেসটাকে। আপনি আপনার মেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন।
৫. থান্ডারবার্ড আপনার ইনকামিং এবং আউটগোয়িং কনফিগার অটোমেটিকর করবে এবং এটা এডিট করবার অফশন দিবে আপনাকে।
৬. আপনি এবার এডিট এ ক্লিক করেন এবং নিচের মতো কনফিগার করেনঃ
* ইনকামিং এ লিখেন pop.gmail.com
* ড্রপ-ডাউন অফশন থেকে pop সিলেট করেন।
* পোর্ট এ লিখেন 995
* আউটগোয়িং এ লিখেন smtp.gmail.com.
* ড্রপ-ডাউন অফশন থেকে smtp সিলেট করেন।
* পোর্ট এ লিখেন 465
৭. এবার ক্লিক করেন Manual Setup এ। ব্যাস আপনার সকল কাজ শেষ। এবার নিশ্চিন্তে ব্যবহার করেন থান্ডারবার্ড।
বিস্তারিত জানতে এইখান থেকে ঘুরে আসতে পারেন।
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!