Topic: থান্ডারবার্ডে জিমেল কনফিগার।

১. আপনার থান্ডারবার্ড ওপেন করেন।

২. টুলস মেনুতে ক্লিক করুন এবং সেটিং এ যান।

৩. ড্রারপ-ডাউন মেনু থেকে  Add Mail Account… সিলেট করেন।
http://polashbd.files.wordpress.com/2010/10/1.gif?w=245&h=294
৪. প্রথমে থান্ডারবার্ড অটো কনফিগার করবে আপনার মেইল এড্রেসটাকে। আপনি আপনার মেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন।
http://polashbd.files.wordpress.com/2010/10/2.gif?w=300&h=94
৫. থান্ডারবার্ড আপনার ইনকামিং এবং আউটগোয়িং কনফিগার অটোমেটিকর করবে এবং এটা এডিট করবার অফশন দিবে আপনাকে।
http://polashbd.files.wordpress.com/2010/10/3.gif?w=300&h=151
৬. আপনি এবার এডিট এ ক্লিক করেন এবং নিচের মতো কনফিগার করেনঃ

    * ইনকামিং এ লিখেন pop.gmail.com
    * ড্রপ-ডাউন অফশন থেকে pop সিলেট করেন।
    * পোর্ট এ লিখেন 995
    * আউটগোয়িং এ লিখেন smtp.gmail.com.
    * ড্রপ-ডাউন অফশন থেকে smtp সিলেট করেন।
    * পোর্ট এ লিখেন 465

৭. এবার ক্লিক করেন Manual Setup এ। ব্যাস আপনার সকল কাজ শেষ। এবার নিশ্চিন্তে ব্যবহার করেন থান্ডারবার্ড।

বিস্তারিত জানতে এইখান থেকে ঘুরে আসতে পারেন।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!