Topic: যদি লক্ষ্য থাকে অটুট, ক্যাডা কয় যা ফুট??
মেজাজটা চ্রম খারপ!! ক্যান খারাপ??? শুনেন.................
সারা রাইত ঘুমাই নাই (ডিজুস যুগের পোলাপাইন কিনা তাই ) ফযরের আজানের পরে চক্ষু দুইডা লাগাইলাম অত:পর
। সকাল সাতটায় মোবাইলে কল আসলো
চক্ষু বন্ধ রাইখাই রিসিভ করলাম এ্যন্ড নিজের মনে কইরা সোয়া কেজি ঝাড়ি দিয়া জিগাইলাম ক্যাডা?
ইইইই আমি করছি কি
অফিসে থেকে ফোন!! ডাইরেক্ট এমিড স্যার কল করেছিলেন :অবাক: আহাম্মক হয়া গেলাম আমি নিজেই!! ~X ~X বস কিছু বললেন না, শুধু গতকাল যে কাজটা করতে বলেছেন সেটা করেছি কিনা জিগ্যেস করলেন, কি আর জবাব দিমু
কিছুই তো করি নাই। কোন রকমে গোসলটা সেরেই অফিসে গেলাম। রিসিপশনের সুন্দরী তরুনী ততোধিত সুন্দর কন্ঠ দিয়ে মিষ্টি করে বললেন স্যার আপনাকে ডাকছে!!
খাইছে!! আইজকা মনে হয় চাকরী টাই গ্যাছে :[[ :[[ রুমাল দিয়া ঘাম মুইছা স্যারের রুমে গেলাম। গম্ভীর এবং ভারিক্কী মেজাজের জন্য নোবেল পুরষ্কারের ব্যবস্থা থাকলে আমার বস বিনা প্রতিদ্বন্দিতায় প্রতিবার সেই পুরষ্কারে ভুষিত হবার যোগ্যতা রাখে!!!
স্যারের চেয়েও গম্ভীর একটা ভাব নিয়ে তার রুমে ঢুকলাম.................
: কাজ রেডী?
; না স্যার
: কেন?
; সময় পাই নাই :cool:
: সারাদিন কি করেছ?
; নেটে দৌড়াদৌড়ি করছি এবং এতেই আমি হাপিয়ে উঠেছি!
: এতে আবার হাপানোর কি আছে? এক জায়গায় থাকলেই তো পারো।
; আচ্ছা থাকব, আর স্যার একটা কথা :চিন্তা:
: কি?
; প্রতি মাসের কয় তারিখে এসে স্যালারিটা নিয়ে যাব? :n_n
: মানে??
; না মানে স্যার, বলছিলাম কি, আপনি তো বললেন, এক জায়গায় থাকতে আর আপনার কথা মত এক জায়গায় থাকলে তো আর অফিসে আসতে পারব না স্যার, আসলে আপনার হুকুম পালন কবর কিভাবে? তাই চিন্তা করেছি সারাদিন এক জায়গায় মানে বাসাতেই থাকব আর মাস শেষে এসে স্যালারিটা নিয়ে যাব। ;q ;q ;q ;q ;q
: ঠিক আছে তাই কর আর বাসায় যাওয়ার আগে এ্যডমিন সেকশন থেকে তোমার ডিসমিস লেটার নিয়ে যেয়ো তাতে তোমাকে আর প্রতি মাসে স্যালারি নিতে আসতে হবে না, শুধু আগামী মাসে আসলেই হবে।
বেড়িয়ে আসতে লাগলাম, স্যার আবার ডাকলেন এবং বললেন তোমার পাস্ট পারফমেন্স ভাল তাই বেশি কিছু বললাম না এরপর থেকে ঠিকঠাক মত কাজ করবে, যাও...........................
"হে হে হে আমি জানতাম স্যার যতই কঠিন হউক না কেন আমারে এইখান থেকে খেদাইব না, খেদাইলে নেটে দৌড়াদৌড়ি করব ক্যাডা?? :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: :ইয়াহু: "
"উপরের লেখা পড়েই বুঝে নেন আমি কি করি এন্ড ক্যামতে করি :lol: :lol: :lol: :lol: "
এ্যটলাস্ট ফোরামটা ভাল লেগেছে। খুব সুন্দর থিম। ফোরামের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এরকম একটা ফোরাম আমাদের উপহার দেয়ার জন্য।