Topic: যদি লক্ষ্য থাকে অটুট, ক্যাডা কয় যা ফুট??

মেজাজটা চ্রম খারপ!! ক্যান খারাপ??? শুনেন.................
সারা রাইত ঘুমাই নাই (ডিজুস যুগের পোলাপাইন কিনা তাই  big grin ) ফযরের আজানের পরে চক্ষু দুইডা লাগাইলাম অত:পর  sleepy  sleepy  sleepy । সকাল সাতটায় মোবাইলে কল আসলো chatterbox  চক্ষু বন্ধ রাইখাই রিসিভ করলাম এ্যন্ড নিজের মনে কইরা সোয়া কেজি ঝাড়ি দিয়া জিগাইলাম ক্যাডা?   I don't want to see   I don't want to see  ইইইই আমি করছি কি  worried  worried  worried  অফিসে থেকে ফোন!! ডাইরেক্ট এমিড স্যার কল করেছিলেন  :অবাক:  আহাম্মক হয়া গেলাম আমি নিজেই!! ~X  ~X বস কিছু বললেন না, শুধু গতকাল যে কাজটা করতে বলেছেন সেটা করেছি কিনা জিগ্যেস করলেন, কি আর জবাব দিমু  confused   কিছুই তো করি নাই। কোন রকমে গোসলটা সেরেই অফিসে গেলাম। রিসিপশনের সুন্দরী তরুনী ততোধিত সুন্দর কন্ঠ দিয়ে মিষ্টি করে বললেন স্যার আপনাকে ডাকছে!!  worried  worried  খাইছে!! আইজকা মনে হয় চাকরী টাই গ্যাছে :[[  :[[  রুমাল দিয়া ঘাম মুইছা স্যারের রুমে গেলাম। গম্ভীর এবং ভারিক্কী মেজাজের জন্য নোবেল পুরষ্কারের ব্যবস্থা থাকলে আমার বস বিনা প্রতিদ্বন্দিতায় প্রতিবার সেই পুরষ্কারে ভুষিত হবার যোগ্যতা রাখে!!!  nerd  nerd  স্যারের চেয়েও গম্ভীর একটা ভাব নিয়ে তার রুমে ঢুকলাম.................
: কাজ রেডী?
; না স্যার
: কেন?
; সময় পাই নাই  :cool:
: সারাদিন কি করেছ?
; নেটে দৌড়াদৌড়ি করছি এবং এতেই আমি হাপিয়ে উঠেছি!  straight face
: এতে আবার হাপানোর কি আছে? এক জায়গায় থাকলেই তো পারো।  waiting
; আচ্ছা থাকব, আর স্যার একটা কথা  :চিন্তা:
: কি?
; প্রতি মাসের কয় তারিখে এসে স্যালারিটা নিয়ে যাব?  :n_n
: মানে??
; না মানে স্যার, বলছিলাম কি, আপনি তো বললেন, এক জায়গায় থাকতে আর আপনার কথা মত এক জায়গায় থাকলে তো আর অফিসে আসতে পারব না স্যার, আসলে আপনার হুকুম পালন কবর কিভাবে? তাই চিন্তা করেছি সারাদিন এক জায়গায় মানে বাসাতেই থাকব আর মাস শেষে এসে স্যালারিটা নিয়ে যাব। ;q  ;q  ;q  ;q  ;q
: ঠিক আছে তাই কর আর বাসায় যাওয়ার আগে এ্যডমিন সেকশন থেকে তোমার ডিসমিস লেটার নিয়ে যেয়ো তাতে তোমাকে আর প্রতি মাসে স্যালারি নিতে আসতে হবে না, শুধু আগামী মাসে আসলেই হবে।
বেড়িয়ে আসতে লাগলাম, স্যার আবার ডাকলেন এবং বললেন তোমার পাস্ট পারফমেন্স ভাল তাই বেশি কিছু বললাম না এরপর থেকে ঠিকঠাক মত কাজ করবে, যাও...........................


"হে হে হে আমি জানতাম স্যার যতই কঠিন হউক না কেন আমারে এইখান থেকে খেদাইব না, খেদাইলে নেটে দৌড়াদৌড়ি করব ক্যাডা??  :ইয়াহু:  :ইয়াহু:  :ইয়াহু:  :ইয়াহু: "


"উপরের লেখা পড়েই বুঝে নেন আমি কি করি এন্ড ক্যামতে করি  :lol:  :lol:  :lol:  :lol: "



এ্যটলাস্ট ফোরামটা ভাল লেগেছে। খুব সুন্দর থিম। ফোরামের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এরকম একটা ফোরাম আমাদের উপহার দেয়ার জন্য।



Re: যদি লক্ষ্য থাকে অটুট, ক্যাডা কয় যা ফুট??

নীল কাব্য ভাই যে এসেই ছক্কা পিটাচ্ছেন, ভাল লাগলো আপনি এসে পড়েছেন, ফোরামের কাজ এগিয়ে নেবার চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি, আর যতই শিখছি বুঝতে পারছি, অনেক বাকি! আপনাদের দোআ থাকলে এগিয়ে নিতে পারব, রাজশাহীর মানুষ কে এগিয়ে নিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে সার্থক হয়, সে আশীর্বাদ দেবেন।  :কোলাকুলি:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: যদি লক্ষ্য থাকে অটুট, ক্যাডা কয় যা ফুট??

sawontheboss4 wrote:

নীল কাব্য ভাই যে এসেই ছক্কা পিটাচ্ছেন, ভাল লাগলো আপনি এসে পড়েছেন, ফোরামের কাজ এগিয়ে নেবার চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি, আর যতই শিখছি বুঝতে পারছি, অনেক বাকি! আপনাদের দোআ থাকলে এগিয়ে নিতে পারব, রাজশাহীর মানুষ কে এগিয়ে নিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে সার্থক হয়, সে আশীর্বাদ দেবেন।  :কোলাকুলি:

অবশ্যই প্রান খুলে দোয়া করছি।
নীলকাব্য ধন্যবাদ তোমাকে এসেই সুন্দর একটা লেখা দিয়েছ।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!