Topic: নিউজিল্যান্ডকে সাদা ধোলাই করে দিল বাংলাদেশের বাঘের দল

http://www.chobimohol.com/image-74C4_4CBAE6DB.gif

হোস্টেল এ বসে খেলা দেখার মজাই আলাদা। এরপর যদি হই সেটা বাংলাদেশের তাহলে তো কথাই নেই। আর আজকে এমন একটা খেলা হল যে বাথরূম প্রচণ্ড রকম লাগলেও উঠতে পারছিলাম না খেলা ছেড়ে। শেষে রুবেল যখন ১০ নম্বর ব্যাটসম্যানের বেল উড়াই দিলো, আহারে কী সুখ ই না পেলাম! বাংলাদেশ ধোলাই করে দিলো!  :ইয়াহু:    :ইয়াহু:

[box]শেষ পর্যন্ত পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ইতিহাস গড়লো বাংলাদেশ। পঞ্চম ও শেষ একদিনের খেলায় কিউইদের হারিয়েছে ৩ রানে।

জয়ের জন্য বাংলাদেশের বেঁধে দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ ওভার ৩ বলে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করে ১৭৪। ব্যাট করতে পারেনি পুরো পঞ্চাশ ওভার, করেছে ৪৪ ওভার ২ বল।

এই জয়ের ফলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারালো নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠ গেলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও রয়েছে অষ্টম স্থানে।  [/box]

এসো আনন্দ মিছিল করি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।