Topic: সুখের ঠিকানা

দু'দিনের এই পৃথিবীতে এসে মোরা শুধু সুখ চাই,
পরের স্বার্থ গোল্লায় যাক! নিজের মান বাড়াই...

দু'দিনের সুখ পেতে সকলেই কত অপরাধ করি,
শেষ বিচারের দিন কী বলব - কেউ কি তা মনে করি???

প্রকৃত সুখ তো সকলেই চাই, পাই আর কয়জন?
সারাটি জীবন মত্ত আমরা খুঁজিতে সেই রতন...

বেঁচে আছি মোরা যেটুকু সময়, এসো ভালো কাজ করি,
স্রষ্টার ভয়ে সৎ পথে চলে তাঁর উপাসনা করি...

যার কারণে এ পৃথিবীতে আসা, তাঁকেই যদি না মানি,
কিছুই তাহলে পাবোনা জীবনে, পাবো মোরা শুধু গ্লানি...

স্রষ্টা মোদের বন্ধু সমান, সকলের প্রিয়জন,
তাঁর খুশিতেই আমাদের সুখ - মনে রাখি কয়জন???

স্রষ্টাক খুশি করতে পারলে পাবো মোরা সবকিছু,
তবে কেন মোরা স্রষ্টাকে ভুলে হাঁটি পয়সার পিছু???

স্রষ্টার কৃপা অমৃতসম, পেয়েছে যে, সেই জানে,
সবকিছু তার অনুকূলে থাকে, সুখী হয় সে জীবনে...

স্রষ্টার কৃপা পাবো যদি মোরা জীবসেবা করে যাই,
হিংসা বিবাদ ভুলে ভাই-ভাই রুপে জীবন কাটাই...

"জীবের খুশিই স্রষ্টার খুশি" - বুঝেছে যে জন, ভাই,
জেনে রেখ, সে-ই সবচেয়ে সুখী, তার সম কেউ নাই...Re: সুখের ঠিকানা

SUJONPAUL wrote:

"জীবের খুশিই স্রষ্টার খুশি" - বুঝেছে যে জন, ভাই,
জেনে রেখ, সে-ই সবচেয়ে সুখী, তার সম কেউ নাই...

খুবই সুন্দর কবিতা! খুব ভাল লাগলো লাইন দুটো।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।