Topic: কিনে নিলাম বাংলা লায়ন এর ২৫৬ এর ইউএসবি ডোংগল
আজ নিয়ে নিলাম বাংলা লায়ন ওয়াইম্যাক্স এর ইউএসবি ডোংগল। জটিল জিনিস। আমি ১১৫০ টাকা দিয়ে ২৫৬ কেবিপিএস এর লাইন নিয়েছি। ৩২ কেবি/সেকেণ্ড ডাউনলোড স্পীড পাচ্ছি।
দেখুন :
মজার ব্যাপার হল এর consistency। সবসময় ৩২, কোনও কম বেশি নেই।