Topic: নতুন সংসার নতুন দায়িত্ব
পারিবারিকভাবেই দুই মাস হলো আশিক আর সুরাইয়ার বিয়ে হয়েছে। বিয়ের পর নির্ঝঞ্ঝাটভাবেই সংসার শুরু করেছেন এই দম্পতি। সংসার বলতে তাঁরা দুজনই। সুখেই আছেন। তার পরও মাঝেমধ্যে কিছু বিষয় নিয়ে ঝামেলা বেধে যায় দুজনের মধ্যে। দুজনই কর্মজীবী হওয়ায় ঘরের বাইরে থাকেন বেশির ভাগ সময়। সারা দিন পর ঘরে ফিরে কে কোন কাজটা করবেন, তা নিয়েই সমস্যা। যেমন বাজারটা কে করবেন, বাসায় অতিথি এলে কে সময় দেবেন। কখনো বা রান্নার বিষয়টাই মুখ্য হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন অনয় আর নিলা। যেহেতু দুজনই কর্মজীবী, তাই সংসার সামলানো নিয়ে পরিকল্পনা ছিল আগে থেকে। রান্না থেকে শুরু করে তাঁরা সংসারের খুঁটিনাটি সব কাজ ভাগাভাগি করে করেন। এ ছাড়া দাম্পত্য জীবনে যেকোনো সিদ্ধান্ত তাঁরা দুজনেই নেবেন। কখনো কারও ওপর কোনো বিষয় চাপিয়ে দেওয়া হবে না। আজকাল নিলা বলেন, এখন মাকে খুব মিস করি। মনে হয় আগের জীবনটা বোধ হয় ভালো ছিল।
আর দাম্পত্য জীবনের শুরুতে এমন ঘটনায় অনেক ক্ষেত্রে ভেঙে পড়েন মেয়েরা। এক জায়গা থেকে নতুন জায়গায় খাপ খাইয়ে নেওয়ায় বেশ কিছু সমস্যা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ মাহ্বুবা নাসরীন বলেন, বিয়ে হলো একটা সামাজিক সম্পর্ক। আর সামাজিকভাবেই প্রতিটা মানুষের বেড়ে ওঠার পরিবেশটা কিছুটা ভিন্ন হয়ে থাকে। ফলে বিয়ের পরে নতুন পরিবেশে খাপ খাওয়াতে একটু সময় লাগে। বিয়ের পর সংসারের নতুন দায়িত্ব যাঁর সঙ্গে থাকবেন তাঁকে বুঝে চলতে হয়। এ ক্ষেত্রে অনেকেই মনে করে, মানিয়ে নেওয়ার দায়িত্বটা যেন কেবল মেয়ের একার। বিষয়টা কিন্তু একদমই তেমন নয়। বরং এটা দুজনেই সমঝোতার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন। সেটা হতে পারে পারিবারিক বা অন্য কোনো বিষয়ে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফারহানা শরিফ বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনকে আলোচনা করে কাজ করতে হবে। ঘরের যেকোনো কাজ দুজনে মিলে করবেন। কেননা, সংসারটা কিন্তু নারীর একার নয়। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে একজন রেগে গেলে অন্যজন যেন সঙ্গে সঙ্গে প্রতি-উত্তর না দেন। একজন অন্যজনের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করবেন। একজন অন্যজনের পছন্দকে গুরুত্ব দেবেন। সর্বোপরি একজন হবেন অন্যজনের বন্ধু। তিনি বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এই সত্যের চেয়ে বড় সত্য হলো, সংসার সুখের হয় সমঝোতার গুণে।’