Topic: প্রসেসর এবং হার্ডডিস্কের তাপমাত্রা ও ব্যবহারের পরিমাণ জানুন।
কম্পিউটার চলাকালীন সময়ে আপনার প্রসেসর এর তাপমাত্রা,হার্ডডিস্কের ব্যবহার এবং ফ্যান এর স্পীড জানার জন্য ব্যবহার করে দেখুন SensorsView Pro সফ্টওয়ারটি। এখানে আরও একটি বড় সুবিধা পাবেন যে গরমের সময় যদি তাপমাত্রা ৪৩॰ c এ উঠে যায় তাহলে সেটা কম্পিউটারের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই এই সফ্টওয়ারে আছে এমন একটি ব্যবস্থা যার সাহায্যে আপনি এলার্ম এর মাধ্যমে তাপমাত্রা ফিক্সড করতে পারেন যাতে যাতে সেই তাপমাত্রার উপরে উঠলে আপনাকে সতর্ক করে দিবে।
জাস্ট ক্লিক করে সরাসরি ডাউনলোড করুন নিচের লিংক থেকে---