(edited by উপল BD 2010-04-04 10:41:13)

Topic: Run কমান্ডের সাহায্যে হার্ডডিস্ক ড্রাইভ ক্লিন করুন।

প্রতিনিয়তই বিভিন্ন কারণে হার্ডডিস্কের ড্রাইভগুলোতে(C,D,E,F,G..)অপ্রয়োজনীয় ফাইল জমা হই যা আমাদের কম্পিউটারের গতি কমিয়ে দেই। এজন্য আমরা অনেকেই অনেক ধরনের সফ্টওয়ার ব্যবহার করি।কিন্তু এতসব ঝামেলা না করে যদি Run কমান্ডের সাহায্যে হার্ডডিস্ক ড্রাইভ ক্লিন করা গেলে সবার জন্য সেটাই মনে হই ভাল হই। এজন্য Start -> Run এ গিয়ে cleanmgr /sagerun:11 লিখে Enter ক্লিক করলেই আপনার কাজ শেষ। সয়ংক্রিয়ভাবে কম্পিউটারি যা করার করবে।

বি.দ্র. Windows XP এর ক্ষেত্রে এইকাজটা মোটামুটি আমরা সবাই করতে পারবো,কিন্তু যারা Windows 7 নতুন ব্যবহার করা শুরু করেছেন তারা
Step-1:- Start বাটন ক্লিক করে run লিখুন
http://j.imagehost.org/0426/run_0.jpg

Step-2:- যে পেজটি আসবে তাতে run এ ক্লিক করুন (সবার উপরে )
http://j.imagehost.org/0913/Run.jpg

Step-3:- cleanmgr /sagerun:11   লিখে Enter চাপুন।
http://j.imagehost.org/0499/run_2.jpg

ধন্যবাদ।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: Run কমান্ডের সাহায্যে হার্ডডিস্ক ড্রাইভ ক্লিন করুন।

কাজ হয়? কী কী ক্লীন করে? আমি তো অন্য ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করি, ক্লীন এর জন্য। ব্যাপারটি জনননর জন্য অনেক ধন্যবাদ।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: Run কমান্ডের সাহায্যে হার্ডডিস্ক ড্রাইভ ক্লিন করুন।

জাঙ্ক ফাইলগুলোই আসলে ডিলিট হয়।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg