Topic: হিন্দি ছবিতে শাকিরা
দুবার গ্র্যামি পুরস্কারজয়ী কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা নাকি এবার হিন্দি ছবিতে অভিনয় করবেন। ছবির নাম কালী—দ্য ওয়ারিয়র গডেস। শোনা যাচ্ছে, ছবিতে মা কালীর চরিত্রে অভিনয় করার সম্ভাবনা আছে তাঁর। আর এ খবরটি জানিয়েছেন ছবির প্রযোজক করণ অরোরা।
করণ জানিয়েছেন, শাকিরার সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। শাকিরা সম্মতি দিয়েছেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। আর কোনো চুক্তিও হয়নি।
ছবিটি হবে ত্রিমাত্রিক। দৈর্ঘ্য হবে দুই ঘণ্টা। ছবির পুরো শুটিং হবে লন্ডনে।
বলিউডে এত নায়িকা থাকতে শাকিরাকে এই ছবিতে নেওয়া প্রসঙ্গে করণ বলেন, ‘ছবিটি হবে আন্তর্জাতিক মানের। তাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’