Topic: জাল টাকা ও আসল টাকা চেনার উপায়
টাকায় কিনা হয়? (করণ কারকে ৭মী বিভক্তি) আজকে প্রথম আলোর খবরে দেখলাম বাজারে ঈদ উপলক্ষে জল নোটের ছড়াছড়ি। তাই মানুষ কে কিছু টা সচেতন করতেই জাল টাকা ও আসল টাকা চেনার পদ্ধতি জানানোর ইচ্ছা জাগলো।
অনেকেই আছেন যারা ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে এরকম ঝামেলায় পড়েছেন। কারন প্রাথমিকভাবে জাল টাকা যার কাছে পাওয়া যায়, সে-ই দায়ী হিসেবে গণ্য হয়। তাই টাকা লেনদেনের সময় ভালকরে দেখে নিন। আর যদি না করে ধরা খান তাহলে তো পাবলিকের মার খেয়ে সোজা হাসপাতালে!
আপনি যদি আসল টাকা ভাল ভাবে চিনতে পারেন তাহলে জালটাকার সাথে এর পার্থক্য সহজেই বুঝতে পারবেন।
১০০ টাকা চেনার উপায়
৫০০ টাকা চেনার উপায়
১০০০ টাকা চেনার উপায়
উল্লেখ্য এগুলো : বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত ছবি